Sunil Chhetri: প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। কর্নারে হেড থেকে ম্যাচের জয় সূচক গোল অ্যালান কোস্টার। শেষ দিকে গোলের দারুণ সুযোগ মিস হয় সুনীল ছেত্রীর।
Image Credit source: DURAND CUP
কলকাতা : কাপ নিয়েই ফিরছে বেঙ্গালুরু এফসি। গ্রুপ পর্বে অপরাজিত ছিল আইএসএলের দলটি। গত দুই মরসুম তাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। ডুরান্ড কাপ জিতে ছন্দে ফেরার ইঙ্গিত বেঙ্গালুরু এফসির। আইএসএলের আর এক শক্তিশালী দল মুম্বাই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি। সাড়ে তিন বছর পর ট্রফি জিতল বেঙ্গালুরু এফসি। ডুরান্ড ফাইনালের আগে ১০ বার মুখোমুখি হয়েছিল আইএসএলের দুই শক্তিশালী দল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে। ১০ বারের সাক্ষাতে মুম্বাই সিটি এফসি জিতেছিল পাঁচ বার। বেঙ্গালুরুর জয় চারটিতে। একটি ম্যাচ ড্র হয়েছিল। তবে গোল সংখ্যায় এগিয়ে ছিল বেঙ্গালুরু।
ডুরান্ড ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে সমানে সমানে টক্কর দু’দলের। তরুণ ফুটবলার শিবশক্তির গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। ম্যাচের বয়স তখন মাত্র ১০ মিনিট। লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বেঙ্গালুরু। ম্যাচের ৩০ মিনিটে আপুইয়ার গোলে সমতা ফেরায় মুম্বাই সিটি এফসি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। কর্নারে হেড থেকে ম্যাচের জয় সূচক গোল অ্যালান কোস্টার।
বিস্তারিত আসছে…