India vs Australia: মোহালিতে সাংবাদিক সম্মেলনে সে বিষয়ে খোলসা করলেন অধিনায়ক রোহিত শর্মা। পরিষ্কার করে দিলেন, ওপেনিংয়ে বিরাটকে বিকল্প ধরা হচ্ছে। তবে রাহুলই ওপেন করবেন।
Image Credit source: TWITTER
মোহালি : বিরাট কোহলি (Virat Kohli) কি ওপেন করবেন? এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলেননি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর অনুপস্থিতিতে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করেন বিরাট। এর আগে রোহিতের সঙ্গে অনেকবার ওপেন করেছেন। ২০২১’এ রোহিতের সঙ্গে ওপেন করে বড় রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি ২০ শতরান করেন বিরাট। অপরাজিত ১২২ রানের ইনিংসে শতরানের খরা কাটান। ১০২০ দিন পর তিন অঙ্কের রান এসেছে বিরাটের ব্যাটে। অনেকেই মনে করছেন এটাই সেরা পজিশন বিরাটের জন্য। মঙ্গলবার অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে ভারতের। রোহিতের ওপেনিং সঙ্গী কে? বিরাটকে দিয়ে ওপেনিং করানো নিয়ে যে আলোচনা চলছে এবং দাবি উঠছে তা নিয়েও বিষ্ফোরক মন্তব্য রোহিতের।
মোহালিতে সাংবাদিক সম্মেলনে সে বিষয়ে খোলসা করলেন অধিনায়ক রোহিত শর্মা। পরিষ্কার করে দিলেন, ওপেনিংয়ে বিরাটকে বিকল্প ধরা হচ্ছে। তবে রাহুলই ওপেন করবেন। রোহিত বলেন, ‘রাহুল ভাইয়ের (রাহুল দ্রাবিড়) সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। কিছু ম্যাচে বিরাটকে দিয়ে ওপেন করানো হবে। কেন না ও আমাদের তৃতীয় ওপেনার। শেষ ম্যাচে আমরাও দেখেছি বিরাট ওপেনিংয়ে কী করতে পারে। আমরা সকলেই খুশি।’আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ৭১ তম শতরান টেনেই এমনটা বলেন রোহিত। বিরাটকে তৃতীয় ওপেনার বলার পাশাপাশি পরিষ্কার করে দিলেন, রাহুলই ওপেন করবেন। বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে লোকেশ রাহুলই ওপেন করবে। সেখানে আমরা বাড়তি কোনও পরীক্ষায় যাব না। রাহুল আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওর ধারাবাহিক পারফরম্যান্সই তা প্রমাণ করে।’ এর পরই যোগ করেন, ‘আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, আমাদের মধ্যে ওপেনিং স্লট নিয়ে স্বচ্ছতা রয়েছে। বাইরে কী খিচুরি পাকছে সেটাও জানি আমরা। ওপেনিং জুটি নিয়ে আমাদের মধ্যে কোনও ধোঁয়াশা নেই।’কিছুটা মজার ছলেই বলেন রোহিত।
কিছুদিন আগে অবধি, বিরাটের ফর্ম নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। যা নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রোহিত। কোন বিশেষজ্ঞ বিরাটকে বাদ দেওয়ার কথা বলছেন, তাঁদের কেন বিশেষজ্ঞ বলা হয়, এমন মন্তব্যও করেছিলেন রোহিত। বিরাটকে বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক কপিলদেব। জবাবে রোহিত জানিয়েছিলেন, কপিলদেব বাইরে থেকে দেখছেন, দলের অন্দরে বিরাটকে নিয়ে কোনও সমস্যা নেই। ২০১৯-এর পর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান। বিরাটকে নিয়ে সমালোচনা আপাতত থেমেছে। এ বার স্ক্যানারে খোদ রোহিত এবং তাঁর ওপেনিং সঙ্গী লোকেশ রাহুলের পারফরম্যান্স নিয়েই। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেন রাহুল। তার আগে বেশ কিছু ম্যাচে ব্যর্থতা। অধিনায়ক রোহিতও ধারাবাহিক নন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্সেই নজর থাকবে এই জুটির দিকে।