ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে ফিরল আর্সেনাল


ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে ইপিএলের ম্যাচে আজ, রবিবার মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ব্রেন্টফোর্ড। ৩-০ ব্রেন্টফোর্ডকে হারালেন গ্যাব্রিয়েল জেসুসরা। মাইকেল আর্তেতার দলের হয়ে তিনটি গোল করেছেন উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল জেসুস ও ফ্যাবিও ভিয়েরা। ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ শীর্ষে ফিরলেন জেসুসরা।


Sep 18, 2022 | 7:25 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 18, 2022 | 7:25 PM




ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে ইপিএলের (EPL) ম্যাচে আজ, রবিবার মুখোমুখি হয়েছিল আর্সেনাল (Arsenal) ও ব্রেন্টফোর্ড (Brentford)। ৩-০ ব্রেন্টফোর্ডকে হারালেন গ্যাব্রিয়েল জেসুসরা। মাইকেল আর্তেতার দলের হয়ে তিনটি গোল করেছেন উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল জেসুস ও ফ্যাবিও ভিয়েরা। ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ শীর্ষে ফিরলেন জেসুসরা। (ছবি-ব্রেন্টফোর্ড টুইটার)

ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে ইপিএলের (EPL) ম্যাচে আজ, রবিবার মুখোমুখি হয়েছিল আর্সেনাল (Arsenal) ও ব্রেন্টফোর্ড (Brentford)। ৩-০ ব্রেন্টফোর্ডকে হারালেন গ্যাব্রিয়েল জেসুসরা। মাইকেল আর্তেতার দলের হয়ে তিনটি গোল করেছেন উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল জেসুস ও ফ্যাবিও ভিয়েরা। ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ শীর্ষে ফিরলেন জেসুসরা। (ছবি-ব্রেন্টফোর্ড টুইটার)

ব্রেন্টফোর্ড বনাম আর্সেনাল ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের ফুটবলাররা লাইন দিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানান। (ছবি-ব্রেন্টফোর্ড টুইটার)

ব্রেন্টফোর্ড বনাম আর্সেনাল ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের ফুটবলাররা লাইন দিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানান। (ছবি-ব্রেন্টফোর্ড টুইটার)

ম্যাচের ১৭ মিনিটের মাথায় বুকায়ো সাকার কর্নার থেকে হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন উইলিয়াম সালিবা (William Saliba)। (ছবি-আর্সেনাল টুইটার)

ম্যাচের ১৭ মিনিটের মাথায় বুকায়ো সাকার কর্নার থেকে হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন উইলিয়াম সালিবা (William Saliba)। (ছবি-আর্সেনাল টুইটার)

২৮ মিনিটের মাথায় আর্সেনালের গ্রানিত জাকার পাস থেকে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus)। (ছবি-আর্সেনাল টুইটার)

২৮ মিনিটের মাথায় আর্সেনালের গ্রানিত জাকার পাস থেকে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus)। (ছবি-আর্সেনাল টুইটার)

দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মধ্য়ে স্কোরলাইন ৩-০ করেন আর্সেনালের ফ্যাবিও ভিয়েরা। এই গোলটিতেও অ্যাসিস্ট করেন বুকায়ো সাকা। (ছবি-আর্সেনাল টুইটার)

দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মধ্য়ে স্কোরলাইন ৩-০ করেন আর্সেনালের ফ্যাবিও ভিয়েরা। এই গোলটিতেও অ্যাসিস্ট করেন বুকায়ো সাকা। (ছবি-আর্সেনাল টুইটার)

আর্সেনালের জার্সিতে আজ ১৫ বছর ১৮১ দিন বয়সে ইথান নওয়ানেরির (Ethan Nwaneri) অভিষেক হল। ইপিএলের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ প্লেয়ার। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

আর্সেনালের জার্সিতে আজ ১৫ বছর ১৮১ দিন বয়সে ইথান নওয়ানেরির (Ethan Nwaneri) অভিষেক হল। ইপিএলের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ প্লেয়ার। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)






Most Read Stories


Leave a Reply