‘শুধুই ভালোবাসা, নেই ঘৃণা’, দলীপ ট্রফিতে এ বার একফ্রেমে ভেঙ্কটেশ-চিন্তন


চলতি দলীপ ট্রফিতে (Duleep Trophy) ফিরেছিল অজি ক্রিকেটার ফিল হিউজের স্মৃতি। মাথায় বলের আঘাত লেগেই মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারের। দলীপ ট্রফির সেমিফাইনাল চলাকালীন মাথায় বলের আঘাত লাগে আইপিএলে নাইট রাইডার্সের জার্সিতে খেলা ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)।

একফ্রেমে ভেঙ্কটেশ-চিন্তন

চেন্নাই: চলতি দলীপ ট্রফিতে (Duleep Trophy) ফিরেছিল অজি ক্রিকেটার ফিল হিউজের স্মৃতি। মাথায় বলের আঘাত লেগেই মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারের। দলীপ ট্রফির সেমিফাইনাল চলাকালীন মাথায় বলের আঘাত লাগে আইপিএলে নাইট রাইডার্সের জার্সিতে খেলা ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তবে ভেঙ্কির পরিণতি ফিলের মতো হয়নি। বরাতজোরে বেঁচে যান নাইট তারকা। তাঁর জন্য মাঠের মাঝেই আনা হয়েছিল অ্যাম্বুলেন্স। যদিও সেই অ্যাম্বুলেন্সে ওঠেননি ভেঙ্কি। নিজে পায়ে হেঁটেই মাঠ থেকে বেরিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর, ফের ব্যাট হাতে নামেন তিনি। আসলে সেন্ট্রাল জোনের ইনিংস চলাকালীন ওয়েস্ট জোনের বোলার চিন্তন গাজার (Chintan Gaja) বলে বাঁ-হাতি তারকা ব্যাটার ভেঙ্কটেশ একখানা লম্বা ছক্কা মারেন। এরপর ভেঙ্কটেশের দিকে বল থ্রো করেন গাজা। সেই বল গিয়ে লাগে ভেঙ্কটেশের ঘাড়ের কাছে। যার ফলে তাঁকে হাসপাতালেও ছুটতে হয়েছিল। এ বার তাঁকেই দেখা গেল চিন্তনের সঙ্গে একই ফ্রেমে। ভেঙ্কির সঙ্গে ওই কাণ্ড ঘটার পর গাজা তাঁর সঙ্গে একখানা ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শুধুই ভালোবাসা, নেই ঘৃণা।” ভেঙ্কিও স্বাভাবিকভাবেই দেখছেন পুরো ঘটনাটিকে।

উল্লেখ্য, ভেঙ্কটেশ চোট পাওয়ার কারণে ম্যাচের পর হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর স্ক্যান করা হয়। তারপর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়ে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, “ভেঙ্কটেশ এখন ভালোই আছেন। হোটেলে ফিরে এসেছেন। আমার সঙ্গে ওর কথা হয়েছে। দেখে মনে হচ্ছে এখন ভালো আছে। কনকাশন হয়নি, এটাই বড় বিষয়। আমরা অনেকটা চিন্তামুক্ত হয়েছি। মাঠ থেকে বেরোনোর পর চিকিৎসকরা পরীক্ষা করেছে। পরে ব্যাটও করতে নেমেছিল ও। ম্যাচের পর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর কিছু পাওয়া যায়নি।” যদিও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল ভেঙ্কটেশকে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভেঙ্কটেশ টুইট করে তাঁর শারীরিক পরিস্থিতির কথাও সকলকে জানান। টুইটারে তিনি লেখেন, “আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করার জন্য সকল সমর্থক এবং ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ। আমার ফিজিও এবং ডাক্তাররা আমার যত্ন নিচ্ছেন এবং আমি এখন ভালো আছি! আর ক্রিকেট মাঠে এমন ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক।”

এই খবরটিও পড়ুন



উল্লেখ্য, আজ দলীপ ট্রফির সেমিফাইনালের চতুর্থ দিন। এই প্রতিবেদন লেখাকালীন সেন্ট্রাল জোনের দ্বিতীয় ইনিংস চলছে। ক্রিজে রিঙ্কু সিং (৫৮*) ও ভেঙ্কটেশ আইয়ার (২২*)। সেন্ট্রাল জোনের টার্গেট ৫০১।



Leave a Reply