আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচ
মোহালি: আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে ভারতের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে মেন ইন ব্লু। আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। রোহিত শর্মার (Rohit Sharma) ভারত এর আগে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছিল। ভারতের কাছে এ বারের এশিয়া কাপ থেকে প্রাপ্তি বিরাট কোহলির ফর্মে ফেরা। এশিয়া কাপ-২০২২ এ চোটের কারণে খেলা হয়নি হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরার। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে এই সিরিজে জসপ্রীত ও হর্ষল দেখে নিতে পারবেন তাঁরা মাঠে ম্যাচ পরিস্থিতিতে কেমন পারফর্ম করছেন। একইসঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্ট টি-২০ বিশ্বকাপের জন্য দলের প্লেয়ারদের দেখে নিতে পারবেন।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৩টি ম্যাচে জিতেছে ভারত ও ৯টি ম্যাচে জিতেছে অজিরা। অমীমাংসিত ১টি ম্যাচ।
ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি আগামীকাল, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন, মোহালিতে হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-২০ সিরিজের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।
অস্ট্রেলিয়া সিরিজের ঘোষিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, হর্ষল প্য়াটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরা।