ফ্যাব ফোর। কখনও ফ্যাব থ্রি। কয়েক বছর আগেও সব ফরম্যাট মিলিয়ে বিশ্বের সেরা চার ব্যাটসম্যান হিসেবে উঠে আসত বিরাট কোহলি, স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনের নাম। গত দু বছরে তালিকায় উজ্জ্বল জো রুট। আর এখন! ধোঁয়াশা। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ফ্যাব ফোরের দু’জনকে দেখা যাবে। বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ। কেমন জমবে এই দ্বৈরথ?
Sep 19, 2022 | 8:00 AM
Most Read Stories