কাতারের যে স্টেডিয়ামে ফুটে ওঠে ধো নৌকার পালের ছায়া…


আর ঠিক আড়াই মাস পর কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের (World Cup) আসর। এ বার তবে জুন-জুলাইয়ে নয়, ধারা বদলে বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। ২১ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মোট ৮টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। আল জানুব স্টেডিয়ামে (Al Janoub Stadium) রয়েছে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচের লড়াই। ছবিতে দেখুন আল জানুব স্টেডিয়ামের ঝলক…


Sep 20, 2022 | 6:30 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 20, 2022 | 6:30 AM




আর ঠিক আড়াই মাস পর কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের (World Cup) আসর। এ বার তবে জুন-জুলাইয়ে নয়, ধারা বদলে বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। ২১ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মোট ৮টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। আল জানুব স্টেডিয়ামে (Al Janoub Stadium) রয়েছে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচের লড়াই। ছবিতে দেখুন আল জানুব স্টেডিয়ামের ঝলক... (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

আর ঠিক আড়াই মাস পর কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের (World Cup) আসর। এ বার তবে জুন-জুলাইয়ে নয়, ধারা বদলে বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। ২১ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মোট ৮টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। আল জানুব স্টেডিয়ামে (Al Janoub Stadium) রয়েছে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচের লড়াই। ছবিতে দেখুন আল জানুব স্টেডিয়ামের ঝলক… (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

আল জানুব স্টেডিয়ামটি কাতার বিশ্বকাপের জন্য নতুনভাবে তৈরি করা হয়নি। এই স্টেডিয়ামটির নাম আগে ছিল আল ওয়াকরাহ স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির ডিজাইনাল ব্রিটিশ-ইরাকি স্থপতি জাহা হাদিদ। সেন্ট্রাল দোহা থেকে ঠিক ২২ কিমি দূরে, আল ওয়াকরাহে এই স্টেডিয়ামটি অবস্থিত। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

আল জানুব স্টেডিয়ামটি কাতার বিশ্বকাপের জন্য নতুনভাবে তৈরি করা হয়নি। এই স্টেডিয়ামটির নাম আগে ছিল আল ওয়াকরাহ স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির ডিজাইনাল ব্রিটিশ-ইরাকি স্থপতি জাহা হাদিদ। সেন্ট্রাল দোহা থেকে ঠিক ২২ কিমি দূরে, আল ওয়াকরাহে এই স্টেডিয়ামটি অবস্থিত। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

কাতারের ঐতিহ্যবাহী ধো নৌকার পাল থেকে অনুপ্রাণিত হয়ে আল জানুব স্টেডিয়ামটির ডিজাইন বাছা হয়েছিল। ধো নৌকা ওই অঞ্চলের মুক্তো ডুবুরিরা ব্যবহার করে থাকেন। পাশাপাশি স্টেডিয়ামে রয়েছে বক্ররেখার ছাদ। স্টেডিয়ামেপ বাইরের দিকটি ওয়াকরাহ সমুদ্র ভ্রমণের ইতিহাসকে তুলে ধরে। এই স্টেডিয়ামটি দর্শকদের জাহাজে থাকার একটি অনুভূতিও দেয়। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

কাতারের ঐতিহ্যবাহী ধো নৌকার পাল থেকে অনুপ্রাণিত হয়ে আল জানুব স্টেডিয়ামটির ডিজাইন বাছা হয়েছিল। ধো নৌকা ওই অঞ্চলের মুক্তো ডুবুরিরা ব্যবহার করে থাকেন। পাশাপাশি স্টেডিয়ামে রয়েছে বক্ররেখার ছাদ। স্টেডিয়ামেপ বাইরের দিকটি ওয়াকরাহ সমুদ্র ভ্রমণের ইতিহাসকে তুলে ধরে। এই স্টেডিয়ামটি দর্শকদের জাহাজে থাকার একটি অনুভূতিও দেয়। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

কাতার বিশ্বকাপের একটি স্টেডিয়াম, আল জানুব। এই স্টেডিয়ামটির স্পোর্টস কমপ্লেক্সে মাল্টিপারপাস হল, সুইমিং পুল, স্পা এবং সবুজ ছাদসহ একটি শপিং সেন্টার রয়েছে। পাশাপাশি স্টেডিয়ামটির প্রবেশদ্বার গাছ দিয়ে ঢাকা রয়েছে।(ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

কাতার বিশ্বকাপের একটি স্টেডিয়াম, আল জানুব। এই স্টেডিয়ামটির স্পোর্টস কমপ্লেক্সে মাল্টিপারপাস হল, সুইমিং পুল, স্পা এবং সবুজ ছাদসহ একটি শপিং সেন্টার রয়েছে। পাশাপাশি স্টেডিয়ামটির প্রবেশদ্বার গাছ দিয়ে ঢাকা রয়েছে।(ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

কাতার বিশ্বকাপের পর, আল জানুব স্টেডিয়ামের আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে। ৪০ হাজার থেকে তা কমিয়ে করা হবে ২০ হাজার। এই অর্ধেক আসন উন্নয়নশীল দেশগুলির ক্রীড়াক্ষেত্রে দান করা হবে। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

কাতার বিশ্বকাপের পর, আল জানুব স্টেডিয়ামের আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে। ৪০ হাজার থেকে তা কমিয়ে করা হবে ২০ হাজার। এই অর্ধেক আসন উন্নয়নশীল দেশগুলির ক্রীড়াক্ষেত্রে দান করা হবে। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)






Most Read Stories


Leave a Reply