রাহানে-শ্রেয়স ব্যর্থ, দলীপ ফাইনালে চাপে ওয়েস্ট জোন


Ajinkya Rahane: অধিনায়ক অজিঙ্ক রাহানেকে আউট করেন ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ বসিল থাম্পি। রাহানে ১৬ বলে ৮ রান করেন। অনেকটা লাফিয়ে অনবদ্য ক্যাচ নেন রবি তেজা।

এই ক্যাচেই ফিরলেন অজিঙ্ক রাহানে।

Image Credit source: TWITTER

কোয়েম্বাটুর : দলীপ ট্রফির ফাইনালে (Duleep Trophy Final) মুখোমুখি ওয়েস্ট জোন ও সাউথ জোন। দু’দলের অধিনায়ক যথাক্রমে অজিঙ্ক রাহানে এবং হনুমা বিহারি। ওয়েস্ট জোনের তারকা ব্যাটসম্যানরা ব্যর্থ। দলীপ ট্রফির ফাইনালে প্রথম দিন চাপে ওয়েস্ট জোন। সাউথ জোনের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ওয়েস্ট জোনের স্কোর ২৫০-৮। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট জোন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ব্যাটিং বিপর্যয়ে তাঁর এই সিদ্ধান্ত এখনও অবধি ভুল প্রমাণিত হয়েছে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহানে নিজেও ব্যাট হাতে ব্যর্থ। তেমনই কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক তথা ওয়েস্ট জোনের আর এক তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারও বড় (Shreyas Iyer) রান পেলেন না। ওয়েস্ট জোনের টপ অর্ডারই ব্যর্থ। যার শুরুটা হয় দিনের দ্বিতীয় ওভারেই।

ওয়েস্ট জোনের হয়ে ওপেন করেন যশস্বী জয়সোয়াল ও প্রিয়াঙ্ক পাঞ্চাল। সাউথ জোনের পেস জুটির সৌজন্যে পরপর ধাক্কা। দিনের দ্বিতীয় ওভারেই তরুণ ওপেনার যশস্বীকে (১) ফেরান সাউথ জোনের বাঁ হাতি পেসার চিপুরাপল্লি স্টিফেন। অধিনায়ক অজিঙ্ক রাহানেকে আউট করেন ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ বসিল থাম্পি। রাহানে ১৬ বলে ৮ রান করেন। অনেকটা লাফিয়ে অনবদ্য ক্যাচ নেন রবি তেজা। তার পরের ওভারেই প্রিয়াঙ্ক পাঞ্চালকে ফেরান স্টিফেন। মাত্র ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ওয়েস্ট জোন। শ্রেয়স আইয়ার ও সরফরাজ খান বড় রানের জুটি গড়ার চেষ্টায় ব্যর্থ। শুরুতে পেস ধাক্কা, মাঝে বাঁ হাতি স্পিনার সাই কিশোরের অনবদ্য পারফরম্যান্স। সাই কিশোরের বোলিংয়ে ৬৩ বলে ৩৭ রানে ফেরেন শ্রেয়স আইয়ার। সরফরাজের ধৈর্য ভাঙে সাই কিশোরের বোলিংয়েই। ১১৭ বল খেলে ৩৪ রানে ফেরেন গত রঞ্জি ট্রফিতে অনবদ্য পারফর্ম করা সরফরাজ।

ওয়েস্ট জোন দিনের শেষে ২৮০ অবধি পৌঁছতে পেরেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান হেত প্যাটেলের সৌজন্যে। তাঁকে সঙ্গ দিচ্ছেন ওয়েস্ট জোনের অভিজ্ঞ পেসার জয়দেব উনাদকাট। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছে এই জুটি। হেত প্যাটেল ১৭৮ বলে ৯৬ রানে খেলছেন। আধডজন বাউন্ডারি এবং ১টি ছয়ও মেরেছেন হেত। জয়দেব উনাদকাট ৩৯ রানে ক্রিজে। সাউথ জোনের হয়ে ৩ উইকেট বাঁ হাতি স্পিনার সাই কিশোরেরে। দু’টি করে উইকেট নিয়েছেন বসিল থাম্পি এবং চিপুরাপল্লি স্টিফেন। ওয়েস্ট জোনের হয়ে শতরানের পথে হেত প্যাটেলের ভরসা জয়দেব উনাদকাট।



Leave a Reply