Happy Birthday Dipika Pallikal: মা ও স্বামী ক্রিকেটার, স্কোয়াশ চ্যাম্পিয়ন দীপিকার ক্রিকেট ছিল না-পসন্দ


দীপিকা পাল্লিকাল কার্তিক। দেশের তারকা স্কোয়াশ খেলোয়াড়, বাইশ গজের স্টার দীনেশ কার্তিকের স্ত্রী এবং দুই সন্তানের মা। আজ ৩১ বছরে পা দিলেন দীপিকা।


Sep 21, 2022 | 8:43 AM

| Edited By: Tithimala Maji

Sep 21, 2022 | 8:43 AM




দীপিকা পাল্লিকাল কার্তিক। দেশের তারকা স্কোয়াশ খেলোয়াড়, বাইশ গজের স্টার দীনেশ কার্তিকের স্ত্রী এবং দুই সন্তানের মা। আজ ৩১ বছরে পা দিলেন দীপিকা। (ছবি:টুইটার)

দীপিকা পাল্লিকাল কার্তিক। দেশের তারকা স্কোয়াশ খেলোয়াড়, বাইশ গজের স্টার দীনেশ কার্তিকের স্ত্রী এবং দুই সন্তানের মা। আজ ৩১ বছরে পা দিলেন দীপিকা। (ছবি:টুইটার)

কেরলের কোট্টায়ামের মালয়ালি ক্রিশ্চিয়ান পরিবারে জন্ম দীপিকার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতেন তাঁর মা সুসান পাল্লিকাল। পরবর্তীতে জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে পেলেন যিনি ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় মুখ। (ছবি:টুইটার)

কেরলের কোট্টায়ামের মালয়ালি ক্রিশ্চিয়ান পরিবারে জন্ম দীপিকার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতেন তাঁর মা সুসান পাল্লিকাল। পরবর্তীতে জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে পেলেন যিনি ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় মুখ। (ছবি:টুইটার)

অথচ একসময় দীপিকার ক্রিকেট ছিল না-পসন্দ। ক্রিকেটের জনপ্রিয়তার কাছে বাকি খেলাগুলির গুরুত্ব কম হয়ে যায় বলেই ধারণা ছিল তাঁর। (ছবি:টুইটার)

অথচ একসময় দীপিকার ক্রিকেট ছিল না-পসন্দ। ক্রিকেটের জনপ্রিয়তার কাছে বাকি খেলাগুলির গুরুত্ব কম হয়ে যায় বলেই ধারণা ছিল তাঁর। (ছবি:টুইটার)

 ২০১১ সাল দীপিকার কেরিয়ারের উল্লেখযোগ্য বছর। সেবার তিনটি WISPA খেতাব জেতেন। ২০১২ সালের ডিসেম্বরে ব়্যাঙ্কিংয়ের সেরা দশের মধ্যে প্রবেশ দীপিকা পাল্লিকালের।(ছবি:টুইটার)

২০১১ সাল দীপিকার কেরিয়ারের উল্লেখযোগ্য বছর। সেবার তিনটি WISPA খেতাব জেতেন। ২০১২ সালের ডিসেম্বরে ব়্যাঙ্কিংয়ের সেরা দশের মধ্যে প্রবেশ দীপিকা পাল্লিকালের।(ছবি:টুইটার)

কমনওয়েলথ গেমসে ১টি সোনা ও ২টি রুপোর পদক রয়েছে দীপিকার ঝুলিতে।(ছবি:টুইটার)

কমনওয়েলথ গেমসে ১টি সোনা ও ২টি রুপোর পদক রয়েছে দীপিকার ঝুলিতে।(ছবি:টুইটার)

২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অংশ নেননি দীপিকা। সেই সময় মহিলা স্কোয়াশ খেলোয়াড়ের থেকে পুরুষরা বেশি আর্থিক পুরস্কার পেতেন। মহিলারা পেতেন পুরস্কার মূল্যের মাত্র ৪০ শতাংশ। দীপিকা মহিলা ও পুরুষ উভয় চ্যাম্পিয়নের ক্ষেত্রেই পুরস্কার মূল্য একই করার দাবিতে সোচ্চার হন। পরবর্তীতে তাঁর দাবি মেনে নেয় ফেডারেশন। (ছবি:টুইটার)

২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অংশ নেননি দীপিকা। সেই সময় মহিলা স্কোয়াশ খেলোয়াড়ের থেকে পুরুষরা বেশি আর্থিক পুরস্কার পেতেন। মহিলারা পেতেন পুরস্কার মূল্যের মাত্র ৪০ শতাংশ। দীপিকা মহিলা ও পুরুষ উভয় চ্যাম্পিয়নের ক্ষেত্রেই পুরস্কার মূল্য একই করার দাবিতে সোচ্চার হন। পরবর্তীতে তাঁর দাবি মেনে নেয় ফেডারেশন। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply