আদর্শ লেভার কাপ টিম, লন্ডন ব্রিজে ফেডেরার-জোকারদের ফোটোশুট


টাওয়ার অব লন্ডন ও টাওয়ার ব্রিজকে ব্যাকগ্রাউন্ডে রেখে ক্যামেরার সামনে পোজ দিলেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ, অ্যান্ড মারে-রা।


Sep 22, 2022 | 12:46 PM

| Edited By: Tithimala Maji

Sep 22, 2022 | 12:46 PM




টাওয়ার অব লন্ডন ও টাওয়ার ব্রিজকে ব্যাকগ্রাউন্ডে রেখে ক্যামেরার সামনে পোজ দিলেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ, অ্যান্ড মারে-রা। (ছবি:টুইটার)

টাওয়ার অব লন্ডন ও টাওয়ার ব্রিজকে ব্যাকগ্রাউন্ডে রেখে ক্যামেরার সামনে পোজ দিলেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ, অ্যান্ড মারে-রা। (ছবি:টুইটার)

লেভার কাপ খেলতে লন্ডনে রয়েছে টেনিস জগতের কিংবদন্তিরা। টেমস নদীর উপরে একটি নৌকায় ভাসলেন রড লেভারের নামাঙ্কিত প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা। চলল জমিয়ে ফটোশুট।(ছবি:টুইটার)

লেভার কাপ খেলতে লন্ডনে রয়েছে টেনিস জগতের কিংবদন্তিরা। টেমস নদীর উপরে একটি নৌকায় ভাসলেন রড লেভারের নামাঙ্কিত প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা। চলল জমিয়ে ফটোশুট।(ছবি:টুইটার)

সাদা শার্ট ও ছাই রঙা স্যুটে অনবদ্য দেখাচ্ছিল অ্যান্ড মারে, মাত্তেও বেরিত্তিনিদের। ফোটোশুটের পর রজারের মোবাইলের ক্যামেরায় উঠল এই ছবিটি।(ছবি:টুইটার)

সাদা শার্ট ও ছাই রঙা স্যুটে অনবদ্য দেখাচ্ছিল অ্যান্ড মারে, মাত্তেও বেরিত্তিনিদের। ফোটোশুটের পর রজারের মোবাইলের ক্যামেরায় উঠল এই ছবিটি।(ছবি:টুইটার)

ভ্যাকসিন না নেওয়ায় ইউএস ওপেনে খেলতে পারেননি। টিম ওয়ার্ল্ডের ক্যাপ্টেন জন ম্যাকেনরোর সঙ্গে খোশমেজাজে নোভাক জকোভিচ। (ছবি:টুইটার)

ভ্যাকসিন না নেওয়ায় ইউএস ওপেনে খেলতে পারেননি। টিম ওয়ার্ল্ডের ক্যাপ্টেন জন ম্যাকেনরোর সঙ্গে খোশমেজাজে নোভাক জকোভিচ। (ছবি:টুইটার)

টিম ইউরোপের অধিনায়ক বিয়ন বর্গ। তাঁর নেতৃত্বে খেলবেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ, রাফায়েল নাদালরা।  (ছবি:টুইটার)

টিম ইউরোপের অধিনায়ক বিয়ন বর্গ। তাঁর নেতৃত্বে খেলবেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ, রাফায়েল নাদালরা। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply