Duleep Trophy Final: ‘বাবা’র শতরানে চালকের আসনে সাউথ জোন


Baba Indrajith: মাল্টি ডে ম্যাচ হলেও ওয়ান ডের মেজাজে ব্যাট করলেন ইন্দ্রজিৎ। মাত্র ১২৫ বলে ১১৮ রানের অনবদ্য ইনিংস। ১৪টি বাউন্ডারি মারেন।

Image Credit source: TWITTER

কোয়েম্বাটুর : দলীপ ট্রফির ফাইনাল (Duleep Trophy Final)। মুখোমুখি অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ওয়েস্ট জোন ও হনুমা বিহারির সাউথ জোন। প্রথম ইনিংসে লিড নিল সাউথ জোন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট জোন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম দিনের শেষে মাত্র ২৫০-৮ করেছিল ওয়েস্ট জোন। হেত প্যাটেল প্রথম দিনের শেষে ৯৬ রানে অপরাজিত ছিলেন। যদিও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারলেন না। মাত্র ২ রান যোগ করে বাঁ হাতি স্পিনার সাই কিশোরের বোলিংয়ে আউট হেত প্যাটেল। ওয়েস্ট জোন ইনিংস শেষ ২৭০ রানেই। দ্বিতীয় দিনই লিড নিল সাউথ জোন। দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর ৩১৮-৭। শতরান করেন বাবা ইন্দ্রজিৎ (Baba Indrajith)।

ওয়েস্ট জোনের বিরুদ্ধে প্রথম দিন তিন উইকেট নিয়েছিলেন সাউথ জোনের বাঁ হাতি স্পিনার সাই কিশোর। দ্বিতীয় দিন বাকি দুটি উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন সাই। জবাবে মিডল অর্ডার ব্যাটার বাবা ইন্দ্রজিতের শতরানের সৌজন্যে ৪৮ রানের লিড নিয়েছে সাউথ জোন। শুরুটা যদিও ভালো হয়নি। দলীয় ৩০ রানেই ফেরেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (৯)। আর এক ওপেনার রোহন কুন্নুমল ৩১ রান করেন। অধিনায়ক হনুমা বিহারিও (২৫) বড় রান পেলেন না।

ওয়েস্ট জোনের বিরুদ্ধে মিডল অর্ডারে পার্থক্য গড়ে দিলেন বাবা ইন্দ্রজিৎ। মাল্টি ডে ম্যাচ হলেও ওয়ান ডের মেজাজে ব্যাট করলেন ইন্দ্রজিৎ। মাত্র ১২৫ বলে ১১৮ রানের অনবদ্য ইনিংস। ১৪টি বাউন্ডারি মারেন তিনি। উল্লেখযোগ্য অবদান রাখেন মণীশ পাণ্ডে এবং কৃষ্ণাপ্পা গৌতম। মণীশ ৪৮ রান করেন। গৌতম করেন ৪৩ রান। দিনের শেষে সাউথ জোনের স্কোর ৩১৮-৭। লিড ৪৮ রানের। ক্রিজে রয়েছেন রবি তেজা (২৬) এবং সাই কিশোর। পাঁচ দিনের ম্যাচ। সুতরাং, সাউথ জোন আরও কিছুটা লিড নিতে পারলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে।

Leave a Reply