Yuvraj Singh: গোয়ার নীল-সাদা অট্টালিকা ভাড়া দিচ্ছেন যুবরাজ, জানেন কত খরচ?


শখ করে সৈকত শহর গোয়ায় বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। সেই বাড়ির দরজা খুলে গেল সাধারণের জন্য।


Sep 22, 2022 | 7:00 AM

| Edited By: Tithimala Maji

Sep 22, 2022 | 7:00 AM




শখ করে সৈকত শহর গোয়ায় বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। সেই বাড়ির দরজা খুলে গেল সাধারণের জন্য।(ছবি:টুইটার)

শখ করে সৈকত শহর গোয়ায় বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। সেই বাড়ির দরজা খুলে গেল সাধারণের জন্য।(ছবি:টুইটার)

বাড়ি তো নয় অট্টালিকা বলাই ভালো। সাদা ও নীলের সংমিশ্রণ এবং গোয়ার সবুজ পরিবেশ মিলেমিশে বাড়িটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। দেশের তারকা ক্রিকেটার তাঁর এই বাড়িটি ভাড়া দিতে একটি সংস্থার সঙ্গে চুক্ত করেছে।(ছবি:টুইটার)

বাড়ি তো নয় অট্টালিকা বলাই ভালো। সাদা ও নীলের সংমিশ্রণ এবং গোয়ার সবুজ পরিবেশ মিলেমিশে বাড়িটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। দেশের তারকা ক্রিকেটার তাঁর এই বাড়িটি ভাড়া দিতে একটি সংস্থার সঙ্গে চুক্ত করেছে।(ছবি:টুইটার)

গোয়ায় বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে ওই সংস্থা মারফত বুকিং করতে হবে। তবে এক, দু'জন নয় ছয়জনের একটি টিম তৈরি করে বাড়ি বুক করতে হবে। চেক ইন করার পর যুবরাজের সঙ্গে ভার্চুয়ালি কথা বলার সুযোগও রয়েছে।(ছবি:টুইটার)

গোয়ায় বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে ওই সংস্থা মারফত বুকিং করতে হবে। তবে এক, দু’জন নয় ছয়জনের একটি টিম তৈরি করে বাড়ি বুক করতে হবে। চেক ইন করার পর যুবরাজের সঙ্গে ভার্চুয়ালি কথা বলার সুযোগও রয়েছে।(ছবি:টুইটার)

বাড়িটি কোনও পাঁচতারা হোটেলের থেকে কম নয়। রয়েছে দারুণ এক সুইমিং পুল, বিশাল ছাদ বাগান। যেখানে বসে সূর্যাস্ত উপভোগ করা যাবে। বেডরুমগুলি বেশ সাজানো গোছানো এবং ঝাঁ চকচকে। (ছবি:টুইটার)

বাড়িটি কোনও পাঁচতারা হোটেলের থেকে কম নয়। রয়েছে দারুণ এক সুইমিং পুল, বিশাল ছাদ বাগান। যেখানে বসে সূর্যাস্ত উপভোগ করা যাবে। বেডরুমগুলি বেশ সাজানো গোছানো এবং ঝাঁ চকচকে। (ছবি:টুইটার)

দৈনিক ভাড়াও খুব বেশি নয়। মাত্র ১ হাজার ২১২ টাকা। এছাড়া থাকছে ডাইভার দ্বীপে ভ্রমণের সুযোগ, দারুণ সব খাবার এবং ই বাইকে চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ। সব মিলিয়ে ভ্রমণপিপাসুদের পোয়াবারো। (ছবি:টুইটার)

দৈনিক ভাড়াও খুব বেশি নয়। মাত্র ১ হাজার ২১২ টাকা। এছাড়া থাকছে ডাইভার দ্বীপে ভ্রমণের সুযোগ, দারুণ সব খাবার এবং ই বাইকে চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ। সব মিলিয়ে ভ্রমণপিপাসুদের পোয়াবারো। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply