Jhulan Goswami: লর্ডসে আগামীকাল আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে খেলবেন কিংবদন্তি ঝুলন গোস্বামী।
জেনে নিন কখন কীভাবে দেখবেন ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ
লর্ডস: শনিবার ভারত-ইংল্যান্ড (India vs England) মহিলা ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ান ডে (ODI) সিরিজের শেষ ম্যাচ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলেছেন হরমনপ্রীত কৌররা। এই সিরিজটা জিতে কিংবদন্তি ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) উপহার দিতে চেয়েছিল উইমেন্স ইন ব্লু। আর সেই পথেই এগোচ্ছেন স্মৃতিরা। সিরিজ জিতে ফেলায় শেষ ম্যাচে খোলা মনে খেলতে পারবেন ঝুলনও। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে জড়িয়ে চাকদা এক্সপ্রেস। এ বার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ঝুলন। লর্ডসে আগামীকাল আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে খেলবেন বাংলার তারকা ঝুলন।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল মোট ৭৫ বার মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে। তার মধ্যে ভারত জিতেছে ৩৩ বার এবং ইংল্যান্ড জিতেছে ৪০ বার। এবং ২টি ম্যাচ অমীমাংসিত।
ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচটি কবে হবে?
ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচটি, অর্থাৎ ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওয়ান ডে আগামীকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) হবে।
ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি কোথায় হচ্ছে?
ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি হবে লর্ডসে।
ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে সোনি স্পোর্টস চ্যানেলে। মোবাইলে দেখা যাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে। পাশাপাশি দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।