India vs Australia, 2nd T20I Live Score: টি ২০ বিশ্বকাপে প্রস্তুতির দিকে নজর ভারতের। প্রথম ম্যাচে বড় স্কোর গড়েও হার। স্লগ ওভার বোলিং সমস্যার সমাধানের খোঁজে ভারত।
নাগপুরে দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
LIVE Cricket Score & Updates
-
23 Sep 2022 06:10 PM (IST)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ ম্যাচ
নাগপুরে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া।
Hello from Nagpur for the 2⃣nd #INDvAUS T20I! ?#TeamIndia pic.twitter.com/pKaS4T6XzS
— BCCI (@BCCI) September 23, 2022
নাগপুর : বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তিন ম্যাচের টি ২০ সিরিজ। মোহালিতে (Mohali) প্রথম ম্যাচে ২০৮ রানের বিশাল স্কোর গড়েও হার। এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ ভারত। সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছিল ভারত। তবে আফগানিস্তান আর অস্ট্রেলিয়া এক নয়। প্রথম ম্যাচেই সেটা ভালো ভাবে টের পেয়েছে ভারত। বিশেষত বোলিং বিভাগ। অক্ষর প্যাটেল ছাড়া বাকি সকলেই ওভার প্রতি রান দিয়েছেন ১১ এর বেশি। ব্যাটিংয়ে অধিনায়ক রোহিত শর্মার ধারাবাহিকতা দেখাতে না পারাও চিন্তার। মিডল অর্ডার সমস্যা কিছুটা হলেও মিটেছে গত ম্যাচে। মোহালিতে অনবদ্য ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব এবং বিশেষ করে বলতে হয় হার্দিক পান্ডিয়ার কথা। ভারতীয় শিবিরে মূল নজর থাকবে চোট থেকে ফেরা জসপ্রীত বুমরার দিকে। প্রথম ম্যাচে খেলানো হয়নি তাঁকে। নাগপুরে খেলবেন। ভারতের সিরিজ টিকিয়ে রাখার ম্যাচে বৃষ্টির ভ্রুকুটিও রয়েছে।
Published On – Sep 23,2022 6:08 PM