Jhulan Goswami: শেষ ম্যাচেও অনন্য নজির গড়লেন ঝুলন। প্রথম বোলার হিসেবে মেয়েদের ওয়ান ডে তে ১০ হাজার ডেলিভারি ঝুলনের।
Image Credit source: TWITTER
নয়াদিল্লি : কিংবন্তি ঝুলন গোস্বামী এখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন। বর্ণময় কেরিয়ার। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি। কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্যাচে নিলেন ২ উইকেট। সব মিলিয়ে ২৫৫ উইকেট। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ এর বেশি উইকেট। এক ঝাঁক রেকর্ড। এমনকি শেষ ম্যাচেও অনন্য নজির গড়লেন ঝুলন। প্রথম বোলার হিসেবে মেয়েদের ওয়ান ডে তে ১০ হাজার ডেলিভারি ঝুলনের। লর্ডসে ১৬ রানের জয়ে ইংল্যান্ডকে ক্লিন সুইপ করল ভারত। সিরিজ আগেই জিতেছিল ভারত। ইংল্যান্ডের মাটি ইংল্যান্ডকে ৩-০ হারানো এবং ঝুলনের বিদায়ী ম্যাচে জয় বাড়তি তৃপ্তি। কিংবদন্তি ঝুলন গোস্বামীকে কুর্নিশ জানিয়েছেন কিংবদন্তিরা। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, ঝুলনের সতীর্থ এবং বন্ধু মিতালি রাজ, অনেকেই রয়েছেন তালিকায়।
লিটল মাস্টার সচিন তেন্ডুলকর টুইটারে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ, এর জন্য অনেক ধন্যবাদ। সাফল্যময় একটা কেরিয়ারের জন্য অনেক শুভেচ্ছা।’ কিছুদিন আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মিতালি রাজ। তাঁকে ছাড়া প্রথম ওয়ান ডে সিরিজ খেললেন ঝুলন। এ বার ঝুলনও বুটজোড়া তুলে রাখলেন। সোস্যাল মিডিয়ায় মিতালি লিখেছেন, ‘একজন পেসার হিসেবে এত্ত বছর খেলা অবিশ্বাস্য। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট থেকে আমরা একসঙ্গে খেলেছি। ঝুলনের দায়বদ্ধতা এবং ইতিবাচক মানসিকতা, সকলের জন্য উদাহরণ। ভারতীয় জার্সি তোমাকে মিস করবে। ঝুলু, তোমার পরবর্তী ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা রইল।’
Thank you for everything you’ve done for Indian cricket.
Many congratulations on a wonderful career @JhulanG10. https://t.co/Z1v1HfRY8h— Sachin Tendulkar (@sachin_rt) September 24, 2022
বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি টুইটারে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের মহান সেনানী। অনবদ্য একটা কেরিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা। মেয়েদের খেলার প্রতি প্রেরণা জোগানোর জন্য শুভেচ্ছা। খেলার মাঠে তোমার আগ্রাসন, জেদ সবসময় মনে থাকবে।’