আইএফএ-র সংবিধান অনুযায়ী কলকাতা লিগে অবনমন বাধ্যতামূলক। তবে কতগুলো দলের অবনমন হবে আর কতগুলো দলের অবনমন হবে না, তা ঠিক করবে আইএফএর গভর্নিং বডি।
Image Credit source: TWITTER
কলকাতা: কয়েক দিন ধরেই আইএফএর (IFA) বিরুদ্ধে সুর চড়াচ্ছে বেশ কয়েকটি ক্লাব। ছোট ক্লাবগুলোও আইএফএর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ভবানীপুর আর আইএফএ-র চিঠি চালাচালিও চলছে। এ বার জল গড়াল আদালত পর্যন্ত। সুতারকিন স্ট্রিটের অন্দরেই যেন বিক্ষোভের আঁচ। আইএফএর বিরুদ্ধে আইনি পথে হাঁটল চাঁদনী স্পোর্টিং। কলকাতার নগর দায়রা আদালতে (City Civil Court) আইএফএ-র বিরুদ্ধে মামলা করল চাঁদনী স্পোর্টিং।
কলকাতা লিগ শুরুর আগেই আইএফএর তরফ থেকে জানানো হয়েছিল প্রিমিয়ার ‘এ’ ডিভিশনে অবনমন থাকবে না। সুপার সিক্সে সরাসরি খেলার ছাড়পত্র পাবে তিন প্রধান। যেহেতু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান সরাসরি সুপার সিক্সে খেলছে তাই অবনমন নিয়ে আপত্তি তুলেছিল বেশ কয়েকটি তথাকথিত ছোট ক্লাব। আবার কয়েকটি তথাকথিত ছোট ক্লাব আইএফএ-কে চিঠি দিয়ে অবনমন না থাকার বিরোধিতা করেছিল। এ বার সরাসরি এই ইস্যুতে আদালতে পৌঁছে গেল চাঁদনী স্পোর্টিং।
আইএফএ-র সহ সচিব নজরুল ইসলাম আবার চাঁদনী স্পোর্টিংয়ের প্রভাবশালী কর্তা। কলকাতা লিগে প্রথম ডিভিশনে খেলে চাঁদনী। রয়েছে মহিলা দলও। আইএফএ-র সংবিধান অনুযায়ী কলকাতা লিগে অবনমন বাধ্যতামূলক। তবে কতগুলো দলের অবনমন হবে আর কতগুলো দলের অবনমন হবে না, তা ঠিক করবে আইএফএর গভর্নিং বডি। এই পরিপ্রেক্ষিতেই আদালতে মামলা করে চাঁদনী স্পোর্টিং ক্লাব। কোভিডের কারণে গত বছর প্রিমিয়ার এ ডিভিশনে অবনমন হয়নি। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘আইনি নোটিস পাওয়ার পরই আমি এ ব্যাপারে কথা বলব।’ সে যাই হোক, আইএফএর অন্দরে যে বিক্ষুব্ধ গোষ্ঠীর আধিক্য বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। আবার কোনও কোনও মহল সচিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে।