স্টিকের সাইজ বড়, বিমানবন্দরে টাকা খসল শ্রীজেশের


Indian Hockey: সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ‘লুট’। বিমান সংস্থা যে নিয়মের দোহাই দিয়ে বাড়তি টাকা নিচ্ছে, এমনটাই বলছেন শ্রীজেশ।

Image Credit source: TWITTER

নয়াদিল্লি : ক্ষুব্ধ ভারতীয় হকি দলের (Indian Hockey) গোলরক্ষক পিআর শ্রীজেশ (PR Sreejesh)। আন্তর্জাতিক হকি সংস্থা তাঁকে ৪১ ইঞ্চির হকি স্টিক নিয়ে খেলার অনুমতি দেয়। অথচ সেটা নিয়েই যত সমস্যা। বেঙ্গালুরু থেকে কোচি যাচ্ছিলেন জাতীয় দলের গোলরক্ষক। সঙ্গে ছিল হকি কিট ব্যাগ। ডোমেস্টিক বিমান পরিবহণ সংস্থার (Domestic Airlines) জন্য বাড়তি দেড় হাজার টাকা খসল শ্রীজেশের। ক্ষোভ চেপে রাখতে পারেননি জাতীয় দলের হকি তারকা। দেড় হাজার টাকার রশিদ সহ টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীজেশ। মাত্র তিন ইঞ্চির জন্য এ ভাবে বাড়তি টাকা দিতে হওয়া, তাঁর কাছে যথেষ্ট বিরক্তিকর।

বেঙ্গালুরু থেকে কোচির বিমান ধরছিলেন শ্রীজেশ। তাঁর পোস্ট অনুযায়ী, হকি স্টিক ৪১ ইঞ্চি। তবে বিমানসংস্থার কর্মীরা জানান, ৩৮ ইঞ্চির হকি স্টিক অবধি তারা অনুমতি দিতে পারবেন। বাড়তি তিন ইঞ্চি দৈর্ঘের জন্য দেড় হাজার টাকা দিতে হবে তাঁকে। শ্রীজেশ টাকা দিয়েও দেন। এরপরই টুইটারে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক হকি সংস্থা আমাকে ৪১ ইঞ্চির হকি স্টিক নিয়ে খেলার অনুমতি দেয়। কিন্তু এই বিমান সংস্থা ৩৮ ইঞ্চির বেশি হকি স্টিক নিয়ে যাওয়ার অনুমতি দেয় না। কী আর করা যাবে? গোলকিপার ব্যাগেজের জন্য বাড়তি দেড় হাজার টাকা দিতে হল।’ সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ‘লুট’। বিমান সংস্থা যে নিয়মের দোহাই দিয়ে বাড়তি টাকা নিচ্ছে, এমনটাই বলছেন শ্রীজেশ।

জাতীয় হকি তারকার এই পোস্ট ক্রমশ সোস্যাল মিডিয়ায় ঝড় তোলে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এই ঘটনায়। অনেক তারকাও সেই পোস্টে মন্তব্য করেছেন। তেহসিন পুনাওয়ালার মতো সেলিব্রিটি সমালোচনা করেছেন বিমান সংস্থার। অনেকে আবার বিমান সংস্থার নিয়ম মেনে চলার কথা বলছেন সকলকেই। বীরেন্দ্র সেওয়াগ যেমন বলেছেন, খেলোয়াড় কিংবা অন্য কোনও সেলিব্রিটি, সকলের জন্যই নিয়ম সমান, সেটাই মেনে চলা উচিত।



Leave a Reply