IND W vs ENG W Live: ঝুলনের বিদায়ী ম্যাচে শুরুতে ব্যাটিং করবে ভারত


India W vs England W, 3rd ODI Live Score: লর্ডসে আজ ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, আজই আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে নামতে চলেছেন ঝুলন গোস্বামী।

আজ কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচ

| Edited By: Sanghamitra Chakraborty


Sep 24, 2022 | 3:08 PM

LIVE Cricket Score & Updates

  • 24 Sep 2022 03:06 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোনস। ঝুলনের বিদায়ী ম্যাচে শুরুতে ব্যাটিং করবে ভারত।

  • 24 Sep 2022 03:00 PM (IST)

    এক কিংবদন্তির পথচলা শেষ হতে চলেছে

    আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ঝুলন গোস্বামী। এক কিংবদন্তি, একাধিক ক্রিকেটারের অনুপ্রেরণা, একজন চ্যাম্পিয়ন ঝুলন। ভারতের মহিলা ক্রিকেট দলেক অধিনায়ক হরমনপ্রীত কৌর, ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং ভারতের পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কী বললেন ঝুলনকে নিয়ে? দেখুন ভিডিয়ো…

  • 24 Sep 2022 02:50 PM (IST)

    ফিরে দেখা ঝুলনের কেরিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি

    ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ। এরপর ২০টা বছর ধরে দেশের মহিলা ক্রিকেটের মুখ ঝুলন গোস্বামী। বটগাছের ছায়ার মতো ছিলেন। ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসের অন্যতম অংশ। অনেক চড়াই, উতরাই দেখেছেন…

    পড়ুন বিস্তারিত : Jhulan Goswami: ক্রিকেটের মক্কায় থামছেন ‘চাকদা এক্সপ্রেস’, ফিরে দেখা ঝুলনের কেরিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি

  • 24 Sep 2022 02:39 PM (IST)

    শুরুর দিকে কেমন ছিলেন ঝুলন?

    ঝুলন গোস্বামীর ছেলেবেলার কোচ স্বপন সাধু একান্ত সাক্ষাৎকারে TV9Bangla -কে জানিয়েছেন ছেলেবেলায় কেমন ছিলেন ঝুলন?

    পড়ুন বিস্তারিত: Jhulan Goswami: ব্যাটসম্যান থেকে বোলার হলেন কী ভাবে? ঝুলনকে নিয়ে অজানা গল্প তুলে ধরলেন কোচ!

  • 24 Sep 2022 02:36 PM (IST)

    লর্ডসে বিদায় ঝুলনের

    আজ বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্য়াচে নামবেন ঝুলন গোস্বামী। ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচের জন্য লর্ডসে পৌঁছে গিয়েছেন দুই দলের ক্রিকেটাররা।

লন্ডন: আজ লর্ডসে থামতে চলেছে চাকদা এক্সপ্রেস। শেষ বার নীল জার্সি গায়ে চাপিয়ে ২২ গজে নামবেন কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। বাংলার তারকা ঝুলনের অভিষেক ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচেও তাঁর প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ পকেটে পুরে ফেলেছেন হরমনপ্রীত কৌররা। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। দীর্ঘ ২৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারতীয় মহিলা দল। শেষ ম্যাচটা জিততে চান ঝুলনও। আর সতীর্থদেরও লক্ষ্য ঝুলুদিকে জয়ের উপহার দিয়ে মুড়ে দেওয়া। কিছুদিন আগে মিতালি রাজ অবসর নিয়েছিলেন। তার পর থেকেই ঝুলনের অবসরের কথা উঠেছিল। আজ চলে এসেছে সেই দিন। ঝুলনের বিদায়ের সুর বাজতে শুরু করেছে ক্রিকেটের মক্কায়।

Published On – Sep 24,2022 2:30 PM



Leave a Reply