Prithvi Shaw : রান তাড়ায় ভারতকে দারুণ শুরু দেয় পৃথ্বী শ-ঋতুরাজ গায়কোয়াড়ের ওপেনিং জুটি। ৮২ রানে জুটি ভাঙে।
চেন্নাই : নিউজিল্যান্ড এ (India A vs New Zealand A) দলের বিরুদ্ধে টানা দ্বিতীয় ওয়ান ডে-তে জয়। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) নেতৃত্বাধীন ভারত এ দল। দ্বিতীয় ওয়ান ডে তে অনবদ্য পারফরম্যান্স কুলদীপ যাদব এবং পৃথ্বী শ এর (Prithvi Shaw)। লিস্ট এ ক্রিকেটে অভিষেক হল ভারতের পেস বোলিং তরুণ অলরাউন্ডার রাজ অঙ্গদ বাওয়ার। বৃষ্টিতে ম্যাচ দেরিতে শুরু হয়। ৪৭ ওভারের ম্যাচ করা হয়। ভারত এ দল জিতল ৪ উইকেটে। সিরিজে ২-০ এগিয়ে ভারত এ দল।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এ দল। রচীন রবীন্দ্র ৬৫ বলে ৬১ এবং জো কার্টার ৮০ বলে ৭২ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ড ইনিংসে এ ছাড়া উল্লেখযোগ্য রান নেই। কুলদীপ যাদবের স্পিনে অসহায় আত্মসমর্পণ লোয়ার অর্ডারের। কুলদীপ ৪ উইকেট নেন। ডান হাতি লেগ স্পিনার রাহুল চাহার নেন ২ উইকেট। অভিষেককারী রাজ বাওয়া ৫ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেন।
রান তাড়ায় ভারতকে দারুণ শুরু দেয় পৃথ্বী শ-ঋতুরাজ গায়কোয়াড়ের ওপেনিং জুটি। ৮২ রানে জুটি ভাঙে। পৃথ্বী শ বিধ্বংসী ইনিংস খেলেন। মাত্র ৪৮ বলে ৭৭ রান করেন তিনি। ১১টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি মারেন তিনি। একটা সময় মনে হয়েছিল তিন অঙ্কের রানেও পৌঁছবেন। অধিনায়ক সঞ্জু স্যামসন ৩৫ বলে ৩৭ রান করেন। ঋষি ধাওয়ান (২২) এবং শার্দূল ঠাকুর ২৪ বলে ২৫ রান। ঋষি-ঠাকুর অবিচ্ছিন্ন জুটি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৩৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারত এ দল।