Harmanpreet Kaur: ঝুলনের বিদায়ী ম্যাচে বিতর্ক তৈরি হয়েছে চার্লি ডিনের আউট নিয়ে। একটা সময় মানকাডিং বলা হত। আইসিসির নতুন নিয়মে রান আউট হিসেবেই ধরা হয়। নিয়মের মধ্যে থেকেই চার্লিকে রান আউট করেন দীপ্তি শর্মা। ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোনস, এই ঘটনা নিয়ে বিতর্কে জড়াতে চাইলেন না। হরমনপ্রীত কৌর পূর্ণ সমর্থন করলেন দীপ্তিকে।
Image Credit source: TWITTER
লন্ডন: হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) যখন ওয়ান ডে আন্তর্জাতিকে অভিষেক হয়, জাতীয় দলের নেতৃত্বে ছিলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ক্যাপ্টেনকে ভোলেননি। সেই ঝুলনের বিদায়ী ম্যাচে তাঁকে সঙ্গী করেই টসে নামলেন হরমন। ক্যাপ্টেনের বিদায়ী ম্যাচে আবেগ সামলে রাখতে পারেননি। কান্না বেরোলোই। বড় দিদির মতোই হরমনকে বুকে টেনে নিলেন ঝুলন। সম্পর্কের এই গভীরতা বাইরে থেকে উপলব্ধি করা কঠিন। এই সিরিজে খুব ভালো খেলেছেন। একটি বিধ্বংসী শতরান রয়েছে। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে (INDWvsENGW) ক্লিন সুইপ। এত তৃপ্তির মাঝে ভোলেননি খারাপ সময়ের কথা। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময়কার ঘটনার কথাই উঠে এল হরমনের কথায়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘আমার অভিষেক ম্যাচে নেতা ছিলেন ঝুলন। ম্যাচের আগেও ওকে বলছিলাম, ভালো সময়ে সকলেই আমার পাশে থেকেছে। খারাপ সময়ে একমাত্র ঝুলুদিকেই পেয়েছি। সবসময় আমাদের পাশে থাকার জন্য ওকে ধন্যবাদ জানাতে চাই। ওকে সবসময়, যে কোনও পরিস্থিতিতেই পাওয়া যায়। খারাপ সময়ে ওর সঙ্গেই কথা বলেছি, আমাকে সবসময় পথ দেখাত।’
Stay in the crease Rules are Rules.
Deepti Sharma ?Gore Bahut Rone Wale Hai ?? #ENGvIND pic.twitter.com/EimxtBMG5Q
— AKASH (@im_akash196) September 24, 2022
ঝুলনের বিদায়ী ম্যাচে বিতর্ক তৈরি হয়েছে চার্লি ডিনের আউট নিয়ে। একটা সময় মানকাডিং বলা হত। আইসিসির নতুন নিয়মে রান আউট হিসেবেই ধরা হয়। নিয়মের মধ্যে থেকেই চার্লিকে রান আউট করেন দীপ্তি শর্মা। ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোনস, এই ঘটনা নিয়ে বিতর্কে জড়াতে চাইলেন না। অ্যামি বলেন, ‘শেষ আউটটা নিয়ে দ্বিমত থাকতেই পারে। আমি এমন আউটের পক্ষে নই। ভারতীয় শিবির কী ভাবছে, জানা নেই। তবে যা হয়েছে, আইসিসির নিয়মের মধ্যেই রয়েছে। আশাকরি এই ঘটনার জন্য পুরো সিরিজের চিত্রটা নষ্ট হবে না।’
ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর পূর্ণ সমর্থন করলেন দীপ্তিকে। প্রশ্ন কর্তাকে পাল্টা বলেন, ‘ভেবেছিলাম আপনি আমাকে জিজ্ঞেস করবেন ম্যাচে আমরা যে ১০ উইকেট নিয়েছি, সব নিয়েই। সেগুলো নেওয়া সহজ ছিল না। আর শেষ উইকেট প্রসঙ্গে বলি, আমরা যা করেছি, নিয়মের মধ্যে থেকেই করেছি। নতুন কিছু করিনি। আমি আমার প্লেয়ারকে পূর্ণ সমর্থন করছি। নিয়মের বাইরে ও কিছু করেনি।’