India vs Aus, 3rd T20I Live Score: একদিকে সিরিজ জয়ে নজর, সঙ্গে টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিও। নাগপুরে জিতে সমতা ফেরালেও স্লগ ওভার বোলিং সমস্যার সমাধান মেলেনি।
Image Credit source: OWN Photograph
হায়দরাবাদ : বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তিন ম্যাচের টি ২০ সিরিজ। মোহালিতে (Mohali) প্রথম ম্যাচে ২০৮ রানের বিশাল স্কোর গড়েও হার। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফিরিয়েছে ভারত। হায়দরাবাদে (Hyderabad) আজ যে জিতবে, সিরিজ তারই। অক্ষর প্যাটেল গত দু’ম্যাচেই অনবদ্য বোলিং করেছেন। চোট সারিয়ে ফেরা জসপ্রীত বুমরাও ভরসা দিয়েছেন। চোট থেকে ফেরা আর এক পেসার হর্ষল প্য়াটেলের পারফরম্যান্স হতাশ করেছে দুই ম্যাচেই। ব্যাটিংয়ে অধিনায়ক রোহিত শর্মার ধারাবাহিকতা চিন্তায় রেখেছিল। নাগপুরে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। মিডল অর্ডার সমস্যা কিছুটা হলেও মিটেছে। নাগপুরে বাদ দেওয়া হয়েছিল ভুবনেশ্বর কুমারকে। শেষ ম্যাচে ফেরানো হতে পারে তাঁকে। সেক্ষেত্রে ঋষভ পন্থ কিংবা দীনেশ কার্তিকের মধ্যে কাউকে বসানো হতে পারে।
LIVE Cricket Score & Updates