৪১ ঘণ্টার লম্বা সফরের পর ভারতে পৌঁছলেন তেম্বা বাভুমারা


রোহিত শর্মার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতে পৌঁছে গেলেন তেম্বা বাভুমারা। ৪১ ঘণ্টা সফরের পর তিরুবনন্তপুরমে পৌঁছেছেন প্রোটিয়া তারকারা। দ্য লিলা কোভালাম নামের এক পাঁচ তারা হোটেলে থাকছেন ডেভিড মিলাররা।


Sep 25, 2022 | 6:24 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 25, 2022 | 6:24 PM




রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতে পৌঁছে গেলেন তেম্বা বাভুমারা। ৪১ ঘণ্টা সফরের পর তিরুবনন্তপুরমে পৌঁছেছেন প্রোটিয়া তারকারা। (Pic Courtesy-Proteas Men Twitter)

রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতে পৌঁছে গেলেন তেম্বা বাভুমারা। ৪১ ঘণ্টা সফরের পর তিরুবনন্তপুরমে পৌঁছেছেন প্রোটিয়া তারকারা। (Pic Courtesy-Proteas Men Twitter)

ইন্সটাগ্রামে এই ছবি শেয়ার করে প্রোটিয়া তারকা ক্রিকেটার ডেভিড মিলার (David Miller) লেখেন, "৪১ ঘণ্টা সফরের পর ভারতে পৌঁছেছি।" (Pic Courtesy-David Miller Instagram)

ইন্সটাগ্রামে এই ছবি শেয়ার করে প্রোটিয়া তারকা ক্রিকেটার ডেভিড মিলার (David Miller) লেখেন, “৪১ ঘণ্টা সফরের পর ভারতে পৌঁছেছি।” (Pic Courtesy-David Miller Instagram)

ভারত সফরে এসে মেন ইন ব্লুর বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি (T20) ও ৩টি ওয়ান ডে (ODI) ম্যাচে খেলবেন প্রোটিয়ারা। (Pic Courtesy-Proteas Men Twitter)

ভারত সফরে এসে মেন ইন ব্লুর বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি (T20) ও ৩টি ওয়ান ডে (ODI) ম্যাচে খেলবেন প্রোটিয়ারা। (Pic Courtesy-Proteas Men Twitter)

আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে এই টি-২০ সিরিজের মাধ্যমে খানিকটা প্রস্তুতি সেরে রাখতে পারবে দুই দল। ২৮ সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামবেন তেম্বা বাভুমারা। (Pic Courtesy-Proteas Men Twitter)

আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে এই টি-২০ সিরিজের মাধ্যমে খানিকটা প্রস্তুতি সেরে রাখতে পারবে দুই দল। ২৮ সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামবেন তেম্বা বাভুমারা। (Pic Courtesy-Proteas Men Twitter)

২৮ সেপ্টেম্বরের পর ২ ও ৩ অক্টোবর রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৬, ৯ ও ১১ অক্টোবর পর পর তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হবেন রোহিত-তেম্বারা। (Pic Courtesy-Proteas Men Twitter)

২৮ সেপ্টেম্বরের পর ২ ও ৩ অক্টোবর রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৬, ৯ ও ১১ অক্টোবর পর পর তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হবেন রোহিত-তেম্বারা। (Pic Courtesy-Proteas Men Twitter)






Most Read Stories


Leave a Reply