ছেলেবেলার প্রেম যে পূর্ণতা পায়, তার অন্যতম উদাহরণ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। দেখতে দেখতে একসঙ্গে আট বছর কাটিয়ে ফেললেন অজিঙ্ক রাহানে ও তাঁর স্ত্রী রাধিকা ধোপাবকর। আজ তাঁদের অষ্টম বিবাহবার্ষিকী। জিঙ্কস একদিকে নিজের পৃথিবীকে বিবাহবার্ষিকীর বার্তা দিয়েছেন, অন্যদিকে রাহানের জন্য রাধিকাও ইন্সটাগ্রামে লিখেছেন মিষ্টি বার্তা।
Sep 26, 2022 | 5:08 PM
Most Read Stories