Thiruvananthapuram: রাঠোরের কথায়, ‘বোলারদের কোনও অংশেই হারের জন্য দায়ী করতে চাই না। ওরা সাধ্যমতো চেষ্টা করেছে। শেষ অবধি লড়াই করেছে। কয়েক ম্যাচে ১-২ বলের ব্যবধানে ম্যাচ জিতেছে প্রতিপক্ষ। বোলাররা ভালো পারফর্ম করছে। আশা করা যায়, এই সমস্যা থেকেই দ্রুতই বেরিয়ে আসতে পারব আমরা।’
তিরুবনন্তপুরম : এশিয়া কাপ থেকে গত অস্ট্রেলিয়া সিরিজ। বড় রান করেও বেশ কিছু ম্যাচে হার। এই চিত্রটা শুধু গত কয়েক ম্যাচের নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমনটা দেখা গিয়েছে। স্লগ ওভার বোলিং আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ (T20I) সিরিজ ২-১ জিতেছে ভারত। মোহালিতে প্রথম ম্যাচে ২০৮ রান করেও হার। প্রায় প্রতি ম্যাচেই স্লগ ওভারে প্রচুর রান খরচ করছে ভারতীয় বোলিং আক্রমণ। বড় রান করলেও প্রতিপক্ষ সহজেই তাড়া করছে। হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়েছিলেন, স্লগ ওভার বোলিং চিন্তার বিষয়। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর অবশ্য শিশিরকেই দায়ী করছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বুধবার। তার আগে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘আমরা বোলিংয়ের বিষয়টি নিয়ে পরিশ্রম করছি। তবে অনেক ক্ষেত্রেই টস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। যে ম্যাচ গুলোতে বড় রান করেও হেরেছি, তার জন্য দায়ী শিশির। সে কারণেই রান তাড়া করে জিততে পেরেছে প্রতিপক্ষ।’ মোহালি ম্যাচে ২০৮ রান করেও হার। সেখানেও কি শিশির দায়ী! রাঠোরের কথায়, ‘বোলারদের কোনও অংশেই হারের জন্য দায়ী করতে চাই না। ওরা সাধ্যমতো চেষ্টা করেছে। শেষ অবধি লড়াই করেছে। কয়েক ম্যাচে ১-২ বলের ব্যবধানে ম্যাচ জিতেছে প্রতিপক্ষ। বোলাররা ভালো পারফর্ম করছে। আশা করা যায়, এই সমস্যা থেকেই দ্রুতই বেরিয়ে আসতে পারব আমরা।’
এশিয়া কাপে ভারতের চিন্তার বিষয় ছিল মিডল অর্ডার। টপ অর্ডারেও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ রোহিত-রাহুল। বিরাট কোহলি ফর্মে ফিরেছেন। মিডল অর্ডারে হার্দিক-সূর্যরা ব্যর্থ হলে বড় রান করতে ব্যর্থ হচ্ছে ভারত। ব্যাটিং বিভাগ কি বিশেষ কোনও রানের লক্ষ্য নিয়ে নামে? ব্যাটিং কোচ বলছেন, ‘সেটা নির্ভর করছে পিচের উপরও। আমরা বড় রান করতে পারছি না, এই বিষয়ে সহমত নই। গত টি ২০ বিশ্বকাপে প্রথমে ব্যাট করা আমাদের ক্ষেত্রে একটা বড় চিন্তার বিষয় ছিল। তারপর থেকে অবশ্য প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়েছি আমরা। এটা কোনও চিন্তার বিষয় বলে মনে করি না।’