Dinesh Karthik: বৃত্তাকার নয় চ্যাপ্টা, চর্চায় দীনেশ কার্তিকের অদ্ভুতদর্শন হেলমেট!


ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক যে হেলমেটটি পরেন সেটি দেখতে একেবারে ভিন্ন। যে কারণে দর্শকদের কার্তিকের হেলমেট নিয়ে ব্যপক আগ্রহ।


Sep 27, 2022 | 8:00 AM

| Edited By: Tithimala Maji

Sep 27, 2022 | 8:00 AM




ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক যে হেলমেটটি পরেন সেটি দেখতে একেবারে ভিন্ন। যে কারণে দর্শকদের কার্তিকের হেলমেট নিয়ে ব্যপক আগ্রহ। (ছবি:টুইটার)

ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক যে হেলমেটটি পরেন সেটি দেখতে একেবারে ভিন্ন। যে কারণে দর্শকদের কার্তিকের হেলমেট নিয়ে ব্যপক আগ্রহ। (ছবি:টুইটার)

৩৭ বছর বয়সী ক্রিকেটারের হেলমেট বাইশ গজে সচরাচর দেখা যায় না। অনেকটা আমেরিকান ফুটবল বা বেসবল খেলায় ব্যবহৃত হেলমেটের মতো।(ছবি:টুইটার)

৩৭ বছর বয়সী ক্রিকেটারের হেলমেট বাইশ গজে সচরাচর দেখা যায় না। অনেকটা আমেরিকান ফুটবল বা বেসবল খেলায় ব্যবহৃত হেলমেটের মতো।(ছবি:টুইটার)

বৃত্তাকার নয়, বরং বেশ চ্যাপ্টা। হেলমেটে একটি ধাতব গ্রিল লাগানো রয়েছে যা বলের আঘাত থেকে রক্ষা করার জন্য। হেলমেটের চারপাশে ছোট ছোট ছিদ্র রয়েছে। এতে বাতাস চলাচল করে মাথায় ঘাম শুকোতে দেয় না।(ছবি:টুইটার)

বৃত্তাকার নয়, বরং বেশ চ্যাপ্টা। হেলমেটে একটি ধাতব গ্রিল লাগানো রয়েছে যা বলের আঘাত থেকে রক্ষা করার জন্য। হেলমেটের চারপাশে ছোট ছোট ছিদ্র রয়েছে। এতে বাতাস চলাচল করে মাথায় ঘাম শুকোতে দেয় না।(ছবি:টুইটার)

দীর্ঘক্ষণ উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই তুলনায় কম ভারী এমন হেলমেট পছন্দ করেন দীনেশ কার্তিক। ভারতীয় দলের স্কাই ব্লু জার্সির রঙের সঙ্গে মিলে গিয়েছে কার্তিকের হেলমেটের রং।(ছবি:টুইটার)

দীর্ঘক্ষণ উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই তুলনায় কম ভারী এমন হেলমেট পছন্দ করেন দীনেশ কার্তিক। ভারতীয় দলের স্কাই ব্লু জার্সির রঙের সঙ্গে মিলে গিয়েছে কার্তিকের হেলমেটের রং।(ছবি:টুইটার)

বেসবল প্রটেক্টর গার্ড লাগানো এমন হেলমেট দীনেশ কার্তিকের মাথায় প্রথম দেখা গেল এমনটা মোটেও নয়। আইপিএলেও তিনি এই বিশেষ ধরনের হেলমেট পরে খেলেছেন। (ছবি:টুইটার)

বেসবল প্রটেক্টর গার্ড লাগানো এমন হেলমেট দীনেশ কার্তিকের মাথায় প্রথম দেখা গেল এমনটা মোটেও নয়। আইপিএলেও তিনি এই বিশেষ ধরনের হেলমেট পরে খেলেছেন। (ছবি:টুইটার)

রাহুল ত্রিপাঠীকেও মাঝেমধ্যে কার্তিকের মতো হেলমেট পরতে দেখা যায়। অতীতে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের জেমস টেলর, মাইকেল কারবেরিদের এই হেলমেট পরে দেখা গিয়েছে।(ছবি:টুইটার)

রাহুল ত্রিপাঠীকেও মাঝেমধ্যে কার্তিকের মতো হেলমেট পরতে দেখা যায়। অতীতে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের জেমস টেলর, মাইকেল কারবেরিদের এই হেলমেট পরে দেখা গিয়েছে।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply