Germany Football World Cup: বিশ্বকাপের আগে বিপাকে জার্মানি; ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের জন্য হোটেল অমিল


২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান দল কাতার বিশ্বকাপের আগে চরম বিপাকে। জার্মানির বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে ওয়্যাগসদের চিন্তায়। কাতারে ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের থাকার জায়গা পাওয়া যাচ্ছে না।


Sep 27, 2022 | 8:30 AM

| Edited By: Tithimala Maji

Sep 27, 2022 | 8:30 AM




২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান দল কাতার বিশ্বকাপের আগে চরম বিপাকে। জার্মানির বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে ওয়্যাগসদের চিন্তায়। কাতারে ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের থাকার জায়গা পাওয়া যাচ্ছে না।(ছবি:টুইটার)

২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান দল কাতার বিশ্বকাপের আগে চরম বিপাকে। জার্মানির বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে ওয়্যাগসদের চিন্তায়। কাতারে ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের থাকার জায়গা পাওয়া যাচ্ছে না।(ছবি:টুইটার)

কাতারের হোটেলগুলি বিশ্বকাপের জন্য বুক করা হয়ে গিয়েছে। জার্মান ম্যানেজমেন্ট টিম স্কোয়াড তাদের সদস্যদের পার্টনার এবং পরিবারগুলিকে কোথায় রাখবে তা ভেবে মাথার চুল ছিঁড়ছে।(ছবি:টুইটার)

কাতারের হোটেলগুলি বিশ্বকাপের জন্য বুক করা হয়ে গিয়েছে। জার্মান ম্যানেজমেন্ট টিম স্কোয়াড তাদের সদস্যদের পার্টনার এবং পরিবারগুলিকে কোথায় রাখবে তা ভেবে মাথার চুল ছিঁড়ছে।(ছবি:টুইটার)

এর অর্থ হল সার্জ গ্যানাব্রির পাটনার স্যান্ড্রা জার্জ, কেভিন ট্র্যাপের স্ত্রী ইজাবেল গৌউলার্ট,ইল্কে গুন্ডোগানের স্ত্রী সারা আফ্রাউ এবং কাই হাভার্টজের ছোটবেলার প্রেমিকা সোফিয়া ওয়েবারকে বিশ্বকাপের সময় তাঁদের প্রিয়জনদের থেকে আলাদা থাকতে হতে পারে। (ছবি:টুইটার)

এর অর্থ হল সার্জ গ্যানাব্রির পাটনার স্যান্ড্রা জার্জ, কেভিন ট্র্যাপের স্ত্রী ইজাবেল গৌউলার্ট,ইল্কে গুন্ডোগানের স্ত্রী সারা আফ্রাউ এবং কাই হাভার্টজের ছোটবেলার প্রেমিকা সোফিয়া ওয়েবারকে বিশ্বকাপের সময় তাঁদের প্রিয়জনদের থেকে আলাদা থাকতে হতে পারে। (ছবি:টুইটার)

অনেক খেলোয়াড় বিশ্বকাপের সময় নিজেদের পরিবারকে সঙ্গে নিয়ে যেতে চায়। কিন্তু থাকার খরচ এবং জায়গা পাওয়া দুটোই দুঃস্বপ্নের মতো।(ছবি:টুইটার)

অনেক খেলোয়াড় বিশ্বকাপের সময় নিজেদের পরিবারকে সঙ্গে নিয়ে যেতে চায়। কিন্তু থাকার খরচ এবং জায়গা পাওয়া দুটোই দুঃস্বপ্নের মতো।(ছবি:টুইটার)

বেশ কয়েকজন হাই-প্রোফাইল খেলোয়াড়, বিশেষ করে ম্যানুয়েল ন্যয়ার, টমাস মুলার এবং জোশুয়া কিমিচ গত সপ্তাহের শেষে জার্মান টিমের কর্তাদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন।

বেশ কয়েকজন হাই-প্রোফাইল খেলোয়াড়, বিশেষ করে ম্যানুয়েল ন্যয়ার, টমাস মুলার এবং জোশুয়া কিমিচ গত সপ্তাহের শেষে জার্মান টিমের কর্তাদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন।

জোশুয়া কিমিচ বলেছেন, "আমার পরিবার ও বন্ধু বান্ধবদের কাছে ফুটবল বিশ্বকাপ ভীষণ গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। ওই সময়ে আমি অবশ্যই তাঁদের পাশে চাইব।"(ছবি:টুইটার)

জোশুয়া কিমিচ বলেছেন, “আমার পরিবার ও বন্ধু বান্ধবদের কাছে ফুটবল বিশ্বকাপ ভীষণ গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। ওই সময়ে আমি অবশ্যই তাঁদের পাশে চাইব।”(ছবি:টুইটার)

জার্মান কোচ হ্যান্সি ফ্লিকও এর পক্ষে। তাঁর মতে, পরিবার সঙ্গে থাকলে দলের মধ্যে একটা ফিলগুড পরিবেশ থাকে।(ছবি:টুইটার)

জার্মান কোচ হ্যান্সি ফ্লিকও এর পক্ষে। তাঁর মতে, পরিবার সঙ্গে থাকলে দলের মধ্যে একটা ফিলগুড পরিবেশ থাকে।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply