India vs South Africa: মানকাডিং নিয়ে দীপ্তির পাশেই, বিস্ফোরক প্রোটিয়া স্পিনার


Tabraiz Shamsi: পরের মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত-দক্ষিণ আফ্রিকা দু’দলের কাছেই তিন ম্যাচের এই সিরিজ গুরুত্বপূর্ণ। দেশের হয়ে টি-২০ তে ৫৬ ম্যাচে ৬৯টি উইকেট নিয়েছেন শামসি। তবে ভারতের মাটিতে তাঁর পারফরম্যান্স খুব ভালো নয়।

Image Credit source: TWITTER

তিরুবন্তপুরম : বোলারদের স্পোর্টসম্য়ান স্পিরিট নিয়ে প্রশ্ন ওঠে, ব্যাটারদের নয় কেন? সরাসরি না বললেও, কার্যত এমনটাই বোঝাতে চাইলেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসি (Tabraiz Shamsi)। বুধবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) তিন ম্যাচের টি-২০ সিরিজ। তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) সিরিজের প্রথম ম্যাচ। সাংবাদিক সম্মেলনে মানকাডিং নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। শনিবার লর্ডসে ভারত-ইংল্যান্ড মেয়েদের ম্যাচে চার্লি ডিনের আউট নিয়ে ইংরেজ ক্রিকেটারদের ক্ষোভ। সোস্যাল মিডিয়ায় দীপ্তি শর্মা এবং ভারতীয় দলের খেলোয়াড়চিত মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই আবার দীপ্তিকেই সমর্থন করেছেন। দক্ষিণ আফ্রিকা স্পিনার শামসিও দীপ্তির পাশেই দাঁড়ালেন।

নন-স্ট্রাইকার প্রান্তে অনেক ক্ষেত্রেই ব্যাটার ক্রিজ ছেড়ে এগিয়ে যান। বোলার বল করার আগেই। চার্লি ডিনও এমন করছিলেন। ম্যাচের ৪৪ তম ওভারে চার্লিকে মানকাড আউট করেন ভারতীয় দলের অফস্পিনার দীপ্তি শর্মা। মাঠের আম্পায়ার নিশ্চিত না হতে পারায় তৃতীয় আম্পায়ারের দিকে আবেদন করেন। টিভি আম্পায়ার আইসিসির নিয়ম অনুসরণ করেই আউটের সিদ্ধান্ত দেন। আইসিসির নিয়মে মানকাডিং বৈধ। নিতর্ক এড়াতে মানকাডিংকে রান আউটের নিয়মের মধ্যে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নিয়েছে। ১ অক্টোবর থেকে মানকাডিংকে রান আউটই ধরা হবে। ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে শামসি বলেন, ‘আমার একটা সহজ কথা, বোলারকে যদি ক্রিজের লাইন মেনে চলতে হয়, ব্যাটসম্যানের ক্ষেত্রেও সেটা করা উচিত। এর মধ্যে (মানকাডিং) কোনও বিতর্কই দেখছি না। আইসিসির নিয়মে তো রয়েইছে।’

পরের মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত-দক্ষিণ আফ্রিকা দু’দলের কাছেই তিন ম্যাচের এই সিরিজ গুরুত্বপূর্ণ। দেশের হয়ে টি-২০ তে ৫৬ ম্যাচে ৬৯টি উইকেট নিয়েছেন শামসি। তবে ভারতের মাটিতে তাঁর পারফরম্যান্স খুব ভালো নয়। ভারতে আধডজন আন্তর্জাতিক টি-২০ খেললেও উইকেট নিয়েছেন মাত্র ৩টি। এ বারের সিরিজ প্রসঙ্গে বলছেন, ‘ভারতের বিরুদ্ধে খেলা সবসময়ই বড় চ্যালেঞ্জ। গত সফরে কিছুক্ষেত্রে ভালো বোলিং করতে পারিনি। সে দিক থেকে আমি একেবারেই চিন্তিত নই। টি-টোয়েন্টি ক্রিকেটে কয়েকটা ছয় খেলেই পার্থক্য় তৈরি হয়ে যায় না।’ টি-২০ বিশ্বকাপে ৩০ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ। পারথে মুখোমুখি হবে দু’দল। বিশ্বকাপ প্রস্তুতি সম্পর্কে সামসি বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকার মাঠের সাইজ আলাদা। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বোলিং করা এখানেও চ্য়ালেঞ্জ। এখান থেকে অনেক কিছুই শেখা যেতে পারে।’

Leave a Reply