Sourav Ganguly: পুজোর স্পেশাল গিফট! ফের ‘লর্ডসের’ ব্যালকনিতে সৌরভ!


লর্ডস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সম্পর্ক যে কোনও ক্রিকেটপ্রেমীর কাছে ভোলা কঠিন। বিশেষত বাঙালিদের কাছে। সৌরভের কাছে লর্ডস মানেই স্মৃতির জায়গা। কেরিয়ারের প্রথম টেস্ট। অভিষেক টেস্টেই লর্ডসে শতরান। ন্যাটওয়েস্ট ট্রফি জয়, ওই লর্ডসেই।


Sep 27, 2022 | 9:36 PM

| Edited By: Dipankar Ghoshal

Sep 27, 2022 | 9:36 PM




লর্ডস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সম্পর্ক যে কোনও ক্রিকেটপ্রেমীর কাছে ভোলা কঠিন। বিশেষত বাঙালিদের কাছে। (ছবি : নিজস্ব)

লর্ডস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সম্পর্ক যে কোনও ক্রিকেটপ্রেমীর কাছে ভোলা কঠিন। বিশেষত বাঙালিদের কাছে। (ছবি : নিজস্ব)

সৌরভের কাছে লর্ডস মানেই স্মৃতির জায়গা। কেরিয়ারের প্রথম টেস্ট। অভিষেক টেস্টেই লর্ডসে শতরান। ন্যাটওয়েস্ট ট্রফি জয়, সেই লর্ডসেই। (ছবি : নিজস্ব)

সৌরভের কাছে লর্ডস মানেই স্মৃতির জায়গা। কেরিয়ারের প্রথম টেস্ট। অভিষেক টেস্টেই লর্ডসে শতরান। ন্যাটওয়েস্ট ট্রফি জয়, সেই লর্ডসেই। (ছবি : নিজস্ব)

ভারতীয় ক্রিকেটপ্রেমী এবং অবশ্যই নতুন প্রজন্মের কাছে লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সৌরভের জার্সি ওড়ানো আইকনিক ছবি। (ছবি : নিজস্ব)

ভারতীয় ক্রিকেটপ্রেমী এবং অবশ্যই নতুন প্রজন্মের কাছে লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সৌরভের জার্সি ওড়ানো আইকনিক ছবি। (ছবি : নিজস্ব)

গড়িয়া মিতালি সঙ্ঘের দুর্গাপুজোয় লর্ডসের ব্যালকনির আদলে তৈরি হয়েছে প্যান্ডেল। পুজোর উদ্বোধন করলেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। (ছবি : নিজস্ব)

গড়িয়া মিতালি সঙ্ঘের দুর্গাপুজোয় লর্ডসের ব্যালকনির আদলে তৈরি হয়েছে প্যান্ডেল। পুজোর উদ্বোধন করলেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। (ছবি : নিজস্ব)

আসল লর্ডস হোক কিংবা রেপ্লিকা। লর্ডসের ব্যালকনিতে চওড়া হাসি সৌরভের মুখে। উপস্থিত রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (ছবি : নিজস্ব)

আসল লর্ডস হোক কিংবা রেপ্লিকা। লর্ডসের ব্যালকনিতে চওড়া হাসি সৌরভের মুখে। উপস্থিত রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (ছবি : নিজস্ব)






Most Read Stories


Leave a Reply