সিওলে দারুণ সময় কাটালেন রাডুকানু


চলতি বছরের শেষ গ্র্যান্ড স্লাম, ইউএস ওপেনের (US Open 2022) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন গত বারের চ্যাম্পিয়ন এমা রাডুকানু (Emma Raducanu)। এ বার নতুন মরসুম শুরু করার আগে, খানিকটা সময় কাটাতে দক্ষিণ কোরিয়ার সিওলে পৌঁছে গিয়েছিলেন এমা। সেখানে জমিয়ে খাওয়া থেকে, বেড়ানো কোনওটাই বাদ দেননি এমা।


Sep 27, 2022 | 6:30 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 27, 2022 | 6:30 AM




 চলতি বছরের শেষ গ্র্যান্ড স্লাম, ইউএস ওপেনের (US Open 2022) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন গত বারের চ্যাম্পিয়ন এমা রাডুকানু (Emma Raducanu)। এ বার নতুন মরসুম শুরু করার আগে, খানিকটা সময় কাটাতে দক্ষিণ কোরিয়ার সিওলে পৌঁছে গিয়েছিলেন এমা। সেখানে জমিয়ে খাওয়া থেকে, বেড়ানো কোনওটাই বাদ দেননি এমা। (Pic Courtesy- Emma Raducanu Instagram)

চলতি বছরের শেষ গ্র্যান্ড স্লাম, ইউএস ওপেনের (US Open 2022) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন গত বারের চ্যাম্পিয়ন এমা রাডুকানু (Emma Raducanu)। এ বার নতুন মরসুম শুরু করার আগে, খানিকটা সময় কাটাতে দক্ষিণ কোরিয়ার সিওলে পৌঁছে গিয়েছিলেন এমা। সেখানে জমিয়ে খাওয়া থেকে, বেড়ানো কোনওটাই বাদ দেননি এমা। (Pic Courtesy- Emma Raducanu Instagram)

নতুন বছরে নতুন মরসুম শুরু করার আগে, দক্ষিণ কোরিয়ার সিওলে দারুণ সময় কাটিয়েছেন টিনএজার এমা। (Pic Courtesy- Emma Raducanu Instagram)

নতুন বছরে নতুন মরসুম শুরু করার আগে, দক্ষিণ কোরিয়ার সিওলে দারুণ সময় কাটিয়েছেন টিনএজার এমা। (Pic Courtesy- Emma Raducanu Instagram)

ইন্সটাগ্রাম স্টোরিতে ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন বলেন, "আমি ওখানে ভীষণ মজা করেছি। সেখানকার মানুষরা ভীষণ ভালো। আমি আবার এ বছর এখানে আসতে পেরে ভীষণ খুশি।" (Pic Courtesy- Emma Raducanu Instagram)

ইন্সটাগ্রাম স্টোরিতে ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন বলেন, “আমি ওখানে ভীষণ মজা করেছি। সেখানকার মানুষরা ভীষণ ভালো। আমি আবার এ বছর এখানে আসতে পেরে ভীষণ খুশি।” (Pic Courtesy- Emma Raducanu Instagram)

সিওলে বেড়ানোর ফাঁকে টেনিস অনুশীলন করতেও ভোলেননি এমা। (Pic Courtesy- Emma Raducanu Instagram)

সিওলে বেড়ানোর ফাঁকে টেনিস অনুশীলন করতেও ভোলেননি এমা। (Pic Courtesy- Emma Raducanu Instagram)

ইন্সটাগ্রামে এমা রাডুকানু সেওলে বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করে তুলে ধরেছেন একঝাঁক ছবি। ক্যাপশনে তিনি লেখেন, "ধন্যবাদ সিওল। আমি তোমাকে খুব ভালোবাসি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।" (Pic Courtesy- Emma Raducanu Instagram)

ইন্সটাগ্রামে এমা রাডুকানু সেওলে বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করে তুলে ধরেছেন একঝাঁক ছবি। ক্যাপশনে তিনি লেখেন, “ধন্যবাদ সিওল। আমি তোমাকে খুব ভালোবাসি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।” (Pic Courtesy- Emma Raducanu Instagram)






Most Read Stories


Leave a Reply