বিশ্বকাপের সময় সেনসেশনাল ইংরেজ ওয়্যাগসদের জন্য বিলাসবহুল ক্রুজ


কাতার বিশ্বকাপ চলাকালীন ‘থ্রি লায়ন্স’ ওয়াগসরা ১ বিলিয়ন ইউরোর ক্রুজ লাইনারে বিলাসবহুল জীবন উপভোগ করবেন। ইংল্যান্ডের তারকা ফুটবলারদের বেশ কয়েকজন পার্টনার এবং পরিবার এমএসসি ওয়ার্ল্ড ইউরোপার উপর ভিত্তি করে তৈরি করা ‘ভাসমান প্রাসাদ’-এ থাকবেন।


Sep 28, 2022 | 7:45 AM

| Edited By: Tithimala Maji

Sep 28, 2022 | 7:45 AM




কাতার বিশ্বকাপ চলাকালীন 'থ্রি লায়ন্স' ওয়াগসরা ১ বিলিয়ন ইউরোর ক্রুজ লাইনারে বিলাসবহুল জীবন উপভোগ করবেন। ইংল্যান্ডের তারকা ফুটবলারদের বেশ কয়েকজন পার্টনার এবং পরিবার এমএসসি ওয়ার্ল্ড ইউরোপার উপর ভিত্তি করে তৈরি করা 'ভাসমান প্রাসাদ'-এ থাকবেন।(ছবি:টুইটার)

কাতার বিশ্বকাপ চলাকালীন ‘থ্রি লায়ন্স’ ওয়াগসরা ১ বিলিয়ন ইউরোর ক্রুজ লাইনারে বিলাসবহুল জীবন উপভোগ করবেন। ইংল্যান্ডের তারকা ফুটবলারদের বেশ কয়েকজন পার্টনার এবং পরিবার এমএসসি ওয়ার্ল্ড ইউরোপার উপর ভিত্তি করে তৈরি করা ‘ভাসমান প্রাসাদ’-এ থাকবেন।(ছবি:টুইটার)

কাতারে সাধারণত মদ্যপানের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এতে জেল পর্যন্ত হতে পারে। যদিও বিশ্বকাপ চলাকালীন কিছু নির্বাচিত এলাকায় সবরকম সুবিধা পাওয়া যাবে। যেহেতু এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা জলের উপর ভাসমান, তাই অতিথিরা চাপ মুক্ত হয়ে শ্যাম্পেনের বোতল খুলতে পারবেন। রোদ স্নানের জায়গাও থাকবে। অধিকাংশ কাতারের হোটেলগুলিতে যার অনুমতি নেই।(ছবি:টুইটার)

কাতারে সাধারণত মদ্যপানের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এতে জেল পর্যন্ত হতে পারে। যদিও বিশ্বকাপ চলাকালীন কিছু নির্বাচিত এলাকায় সবরকম সুবিধা পাওয়া যাবে। যেহেতু এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা জলের উপর ভাসমান, তাই অতিথিরা চাপ মুক্ত হয়ে শ্যাম্পেনের বোতল খুলতে পারবেন। রোদ স্নানের জায়গাও থাকবে। অধিকাংশ কাতারের হোটেলগুলিতে যার অনুমতি নেই।(ছবি:টুইটার)

এই বিলাসবহুল ক্রুজের যাত্রীদের মধ্যে হতে পারেন ২৪ বছরের মডেল অ্যানা মোডলার। যিনি ডিফেন্ডার এরিক ডিয়েরের সঙ্গে ডেট করছেন। রয়েছেন ২৬ বছরের বিমানসেবিকা জর্জিনা ইরউইন। গোলরক্ষক অ্যারন রামসডেলের সঙ্গে বাগদান সেরেছেন জর্জিনা। (ছবি:টুইটার)

এই বিলাসবহুল ক্রুজের যাত্রীদের মধ্যে হতে পারেন ২৪ বছরের মডেল অ্যানা মোডলার। যিনি ডিফেন্ডার এরিক ডিয়েরের সঙ্গে ডেট করছেন। রয়েছেন ২৬ বছরের বিমানসেবিকা জর্জিনা ইরউইন। গোলরক্ষক অ্যারন রামসডেলের সঙ্গে বাগদান সেরেছেন জর্জিনা। (ছবি:টুইটার)

গোলরক্ষক অ্যারন রামসডেলের সঙ্গে বাগদান সেরেছেন জর্জিনা।  ফিল ফোডেনের গার্লফ্রেন্ড ২২ বছরের রেবেকা কুক, হ্যারি ম্যাগুয়েরের স্ত্রী ফার্ন আগ্রহীদের মধ্যে অন্যতম।(ছবি:টুইটার)

গোলরক্ষক অ্যারন রামসডেলের সঙ্গে বাগদান সেরেছেন জর্জিনা। ফিল ফোডেনের গার্লফ্রেন্ড ২২ বছরের রেবেকা কুক, হ্যারি ম্যাগুয়েরের স্ত্রী ফার্ন আগ্রহীদের মধ্যে অন্যতম।(ছবি:টুইটার)

এই ক্রুজের মধ্যে রয়েছে ছয়টি সুইমিং পুল, ১৪টি সি ফেসিং জাকুজি, ডজেম কার, স্যালোঁ, বুটিক, রেস্তোরাঁ, বার এবং সমুদ্রের দীর্ঘতম ড্রাই-স্লাইড। প্যাকেজে মাথা পিছু খরচ পড়বে ছয় হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৫ লাখ ২৫ হাজার ৮০১ টাকা।(ছবি:টুইটার)

এই ক্রুজের মধ্যে রয়েছে ছয়টি সুইমিং পুল, ১৪টি সি ফেসিং জাকুজি, ডজেম কার, স্যালোঁ, বুটিক, রেস্তোরাঁ, বার এবং সমুদ্রের দীর্ঘতম ড্রাই-স্লাইড। প্যাকেজে মাথা পিছু খরচ পড়বে ছয় হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৫ লাখ ২৫ হাজার ৮০১ টাকা।(ছবি:টুইটার)

জাহাজটিতে মোট ৬ হাজার ৭৬২ জন অতিথি থাকতে পারেন।  অনেক ফুটবল ভক্ত এখানে রুম বুক করার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এক রাতের খরচ শুরু হচ্ছে ৩০০ পাউন্ড থেকে। খরচ ৬৯০ পাউন্ড পর্যন্ত যেতে পারে।(ছবি:টুইটার)

জাহাজটিতে মোট ৬ হাজার ৭৬২ জন অতিথি থাকতে পারেন। অনেক ফুটবল ভক্ত এখানে রুম বুক করার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এক রাতের খরচ শুরু হচ্ছে ৩০০ পাউন্ড থেকে। খরচ ৬৯০ পাউন্ড পর্যন্ত যেতে পারে।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply