India vs South Africa 2022, 1st T20 LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রথম টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
গ্রিনফিল্ডে আজ ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ
Key Events
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ২০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার। ১টি ম্যাচ অমীমাংসিত। ভারতের মাটিতে মোট ৯ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে ৩টি ম্যাচে জিতেছে ভারত এবং ৫টি ম্যাচে জিতেছে প্রোটিয়ারা।
আজ ভারতীয় টিমে নজরে থাকবেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং। প্রোটিয়াদের দলে নজরে থাকবেন রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, লুনগি এনগিডি ও তাবরাইজ শামসি।
LIVE Cricket Score & Updates
-
28 Sep 2022 06:42 PM (IST)
প্রথম টি-২০-তে নেই বুমরা
মঙ্গলবার অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরা। বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্ববধানে রয়েছেন বুমরা। তাই তিনি আজকের ম্যাচে খেলছেন না।
-
28 Sep 2022 06:39 PM (IST)
এক নজরে মেন ইন ব্লুর একাদশ
ভারতের একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার ও অর্শদীপ সিং।
-
28 Sep 2022 06:33 PM (IST)
টস আপডেট
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পিচে ঘাস রয়েছে। শুরুতে পেসাররা সাহায্য পাবেন। মাঠকর্মীরা জানিয়েছেন, রাতের দিকে শিশিরও পড়ে। ফলে টস জিতে ফিল্ডিং নিতে ভাবতে হয়নি রোহিতকে।
-
28 Sep 2022 06:05 PM (IST)
দুই দলের নজরে কোন প্লেয়াররা
আজ ভারতীয় টিমে নজরে থাকবেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং। প্রোটিয়াদের দলে নজরে থাকবেন রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, লুনগি এনগিডি ও তাবরাইজ শামসি।
-
28 Sep 2022 06:05 PM (IST)
এক নজরে হেড টু হেড
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ২০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার। ১টি ম্যাচ অমীমাংসিত। ভারতের মাটিতে মোট ৯ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে ৩টি ম্যাচে জিতেছে ভারত এবং ৫টি ম্যাচে জিতেছে প্রোটিয়ারা।
তিরুবনন্তপুরম: টি-২০ বিশ্বকাপের আগে শেষ বার মহড়ায় নামতে চলেছে রোহিত শর্মার ভারত। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ডে আজ দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ভারতের (India) তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে সদ্য ৩-০ জিতেছে ভারত। তাই বেশ খানিকটা বাড়তি আত্ববিশ্বাস নিয়ে মাঠে নামবে মেন ইন ব্লু। তবে অস্ট্রেলিয়ায় হতে চলা এ বারের টি-২০ বিশ্বকাপের আগে, এই সিরিজকে হালকাভাবে নিচ্ছেন না তেম্বা বাভুমারাও। ভারতের ঘরের মাঠে রোহিত-বিরাটদের হারানোর লক্ষ্য নিয়েই নামতে চলেছে প্রোটিয়া শিবির। এই সিরিজ দিয়ে দুই দলই তাদের আসন্ন কুড়ি বিশের বিশ্বকাপের প্রস্তুতি সেরে ফেলতে পারবে।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ২০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার। ১টি ম্যাচ অমীমাংসিত। ভারতের মাটিতে মোট ৯ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে ৩টি ম্যাচে জিতেছে ভারত এবং ৫টি ম্যাচে জিতেছে প্রোটিয়ারা।
Published On – Sep 28,2022 6:00 PM