আমেদাবাদে জাতীয় গেমসের সূচনা প্রধানমন্ত্রীর, উপস্থিত নীরজ-সিন্ধু-চানুরা


৩৬তম জাতীয় গেমসের বর্ণাঢ্য সূচনা হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সবরমতী নদীর উপর ড্রোন শো, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়ে গেল জমজমাট অনুষ্ঠান।

Image Credit source: Twitter

আমেদাবাদ: নাচে, গানে, ড্রোন শোয়ের মাধ্যমে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়ে গেল ৩৬তম জাতীয় গেমসের উদ্বোধন। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ন্যাশনাল গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনের মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, পিভি সিন্ধু, ভারোত্তোলনে পদক জয়ের মূল ভরসা মীরাবাঈ চানু ও অন্যান্যরা। ছিলেন প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রতিযোগিতা স্থল ঘুরে দেখেন সিন্ধুরা। শুটিংয়ের জায়গায় গিয়ে বন্দুক হাতে তুলে নিতে দেখা যায় সিন্ধু, অঞ্জুদের। দেশের মোট সাত হাজার অ্যাথলিট প্রতিযোগিতায় অংশ নেবেন। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। গেমস রস্টারে মোট ৩৬টি খেলার উল্লেখ রয়েছে। নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা শুধুমাত্র উদ্বোধনের জন্য গেলেও প্রতিদ্বন্দ্বিতা করবেন মীরাবাঈ চানু। ৩০ সেপ্টেম্বর চানুর প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

ওপেনিং সেরিমনিতে মঞ্চ মাতালেন দেশের গায়করা। গুজরাটের জনপ্রিয় গায়কদের গানে মঞ্চ মুখরিত হল। এরপর মঞ্চে ওঠেন মোহিত চৌহান, শঙ্কর মহাদেবনরা। হুডখোলা বাসে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের উদ্বোধনের পর বক্তৃতা দিতে উঠে তাঁর মুখে শোনা গেল, জুড়েগা ইন্ডিয়া, জিতেগা ইন্ডিয়া স্লোগান।

দীর্ঘ সাতবছরের বিরতির পর ফিরল জাতীয় গেমস। ২০১৫ সালে কেরলে জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল। ২০১৬ সালে গোয়াতে জাতীয় গেমস হওয়ার কথা ছিল। তবে নানারকম সমস্যার জন্য তা স্থগিত হয়ে যায়। টেবল টেনিস প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় গেমসের সূচনা হয়েই গিয়েছে। ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত টিটি গেমস অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক সূচনা বাকি ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেটাই সম্পূর্ণ হল। গুজরাটের ছয়টি শহরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, বদোদরা, রাজকোট, ভাবনগর। শুধুমাত্র সাইক্লিং ইভেন্ট অনুষ্ঠিত হবে দিল্লিতে।



Leave a Reply