উরুগুয়ে গোলকিপারের মাথায় পুরুষ সিংহের ট্যাটু, কিন্তু কেন?


কানাডার বিরুদ্ধে প্রীতি ম্যাচে নজরে পড়ে একটি দৃশ্য। উরুগুয়ের গোলকিপার সেবাস্তিয়ান সোসার (Sebastian Sosa) মাথার পেছন দিকটায় একটি পুরুষ সিংহের ট্যাটু। এর নেপথ্যে কারণও রয়েছে। তাঁর এই ব্যতিক্রমী ট্যাটু অনেকেরই নজর কেড়েছে।


Sep 29, 2022 | 10:00 AM

| Edited By: Dipankar Ghoshal

Sep 29, 2022 | 10:00 AM




 কানাডার বিরুদ্ধে প্রীতি ম্যাচে নজরে পড়ে একটি দৃশ্য। উরুগুয়ের (Uruguay) গোলকিপার সেবাস্তিয়ান সোসার মাথার পেছন দিকটায় একটি পুরুষ সিংহের ট্যাটু। (ছবি : টুইটার)

কানাডার বিরুদ্ধে প্রীতি ম্যাচে নজরে পড়ে একটি দৃশ্য। উরুগুয়ের (Uruguay) গোলকিপার সেবাস্তিয়ান সোসার মাথার পেছন দিকটায় একটি পুরুষ সিংহের ট্যাটু। (ছবি : টুইটার)

এর নেপথ্যে কারণও রয়েছে। তাঁর এই ব্যতিক্রমী ট্যাটু অনেকেরই নজর কেড়েছে। উরুগুয়ের এই গোলকিপার ক্লাব ফুটবলে আর্জেন্টিনার ইন্ডিপিন্ডেয়েন্তের হয়ে খেলেন। (ছবি : টুইটার)

এর নেপথ্যে কারণও রয়েছে। তাঁর এই ব্যতিক্রমী ট্যাটু অনেকেরই নজর কেড়েছে। উরুগুয়ের এই গোলকিপার ক্লাব ফুটবলে আর্জেন্টিনার ইন্ডিপিন্ডেয়েন্তের হয়ে খেলেন। (ছবি : টুইটার)

২০২০ সালে কোভিড আক্রান্ত হয়েছিলেন সেবাস্তিয়ান সোসা। চুল পড়তে থাকে তাঁর। সোসার বিশ্বাস ছিল, কোভিডের কারণেই তাঁর চুল পড়েছে। (ছবি : টুইটার)

২০২০ সালে কোভিড আক্রান্ত হয়েছিলেন সেবাস্তিয়ান সোসা। চুল পড়তে থাকে তাঁর। সোসার বিশ্বাস ছিল, কোভিডের কারণেই তাঁর চুল পড়েছে। (ছবি : টুইটার)

এই ঘটনা থেকেই তাঁর মাথায় নতুন আইডিয়া আসে। এর মধ্যে যদি ব্যতিক্রমী কিছু করা যায়! ট্যাটু সম্পর্কে সোসা বলেন, 'জুলাই মাসে আমার করোনা হয়েছিল। অগস্টের শেষ দিক নাগাদ অনবরত চুল ঝড়তে থাকে।' (ছবি : টুইটার)

এই ঘটনা থেকেই তাঁর মাথায় নতুন আইডিয়া আসে। এর মধ্যে যদি ব্যতিক্রমী কিছু করা যায়! ট্যাটু সম্পর্কে সোসা বলেন, ‘জুলাই মাসে আমার করোনা হয়েছিল। অগস্টের শেষ দিক নাগাদ অনবরত চুল ঝড়তে থাকে।’ (ছবি : টুইটার)

চুল কম থাকায় ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নেন সোসা। পুরুষ সিংহের ট্যাটু (Tattoo) করান। সাত ঘণ্টা সময় লেগেছে এই ট্যাটু করাতে। তাতে অবশ্য কষ্ট হয়নি বলেই জানিয়েছেন সেবাস্তিয়ান সোসা। (ছবি : টুইটার)

চুল কম থাকায় ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নেন সোসা। পুরুষ সিংহের ট্যাটু (Tattoo) করান। সাত ঘণ্টা সময় লেগেছে এই ট্যাটু করাতে। তাতে অবশ্য কষ্ট হয়নি বলেই জানিয়েছেন সেবাস্তিয়ান সোসা। (ছবি : টুইটার)






Most Read Stories


Leave a Reply