এগিয়ে আসছে ISL, মেগা টুর্নামেন্টের জন্য জার্সি উন্মোচন করল ইস্টবেঙ্গল


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে দুর্গাপুজো। তার পরেই ইন্ডিয়ান সুপার লিগ। আইএসএলের প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল। ৭ অক্টোবর ইস্টবেঙ্গল (East Bengal) বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইএসএল। 

আর তার আগে মেগা টুর্নামেন্টের জন্য জার্সি উন্মোচন করল ইস্টবেঙ্গল। তিনটি জার্সির সঙ্গে কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য জার্সি উন্মোচন করা হল আজ বৃহস্পতিবার।  

[আরও পড়ুন: বিরাট ধাক্কা ভারতের, চোটের জন্য টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ! ]

 

ডুরান্ড কাপে সাফল্যের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ জিতে ডুরান্ড অভিয়ান শেষ করেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। ডুরান্ড কাপ শেষ হওয়ার পরই শুরু হয়ে গিয়েছে কলকাতা লিগ। কলকাতা লিগের সুপার সিক্সে এরিয়ানের সঙ্গে ম্যাচটি বুধবার বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। তার আগে প্রথম ম্যাচ খিদিরপুরের সঙ্গে ড্র করেছে লাল-হলুদ শিবির।

এদিকে এগিয়ে আসছে আইএসএল। মেগা টুর্নামেন্টের জন্য তৈরি হচ্ছে লাল-হলুদ। সেই আবহেই এদিন ক্লাবের জার্সি উন্মোচন হয়ে গেল। 

 

উল্লেখ্য, এবারের আইএসএল শুরু হবে ৭ অক্টোবর থেকে। খেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের টুর্নামেন্ট চলবে পাঁচ মাস ধরে। মরশুমের প্রথম ডার্বি ২৯ অক্টোবর। দ্বিতীয় ডার্বি ২৫ ফেব্রুয়ারি। 

সূচি ঘোষণার পাশাপাশি বদলে যাচ্ছে আইএসএলের প্লে-অফের ফরম্যাট। তা বদলের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এবছর আর সরাসরি সেমিফাইনাল খেলা হবে না। প্রথম ছ’টি দল খেলবে প্লে-অফে। লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা দল প্রথমে খেলবে ষষ্ঠ স্থানে থাকা দলের বিরুদ্ধে। জয়ী দল সেমিফাইনালে খেলবে দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। অন্যদিকে লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা দল প্রথমে খেলবে পঞ্চম স্থানের দলের বিরুদ্ধে। সেই ম্যাচের জয়ী দল সেমিফাইনাল খেলবে দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। সেমিফাইনাল হবে দুই পর্বে।

[আরও পড়ুন: বোলারদের দাপটে উড়ে গেল প্রোটিয়ারা, জয় দিয়ে সিরিজ শুরু ভারতের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply