নিউমোনিয়ার পর করোনা, নাসিম শাহকে নিয়ে অস্বস্তিতে পাকিস্তান


Pakistan vs England: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ ম্যাচের টি ২০ সিরিজে ৩-২ এগিয়ে রয়েছে পাকিস্তান। এর মধ্যে দুটি ম্যাচ প্রবল প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। যে কোনও দলই জিততে পারত। সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন নাসিম। তবে ৪ ওভারে ৪১ রান দিলেও উইকেট পাননি।

Image Credit source: TWITTER

করাচি : ক’দিন আগেই নিউমোনিয়া হয়েছিল পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর (Naseem Shah)। এ বার কোভিড পজিটিভ নাসিম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ ম্যাচের টি ২০ সিরিজ খেলছে পাকিস্তান (Pakistan vs England)। বাকি দুই ম্যাচে পাওয়া যাবে না নাসিমকে। আগামী সোমবার নিউজিল্যান্ড রওনা হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ডে ত্রিদেশিয় সিরিজ খেলবে তারা। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ছাড়াও থাকছে বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, নাসিম কোভিড পজিটিভ হলেও তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। নাসিম অনেকটাই ‘সুস্থ’ বোধ করছেন, এমনটাও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। আরও জানানো হয়েছে, নাসিম শাহ টিম হোটেলে ফিরেছেন, কোভিড নিয়ম মেনে আইসোলেশনে থাকবেন। তবে তাঁকে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, এ বিষয়ে পরিষ্কার করেনি পিসিবি।

এশিয়া কাপে খেলতে পারেননি পাকিস্তানের তরুণ বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। এখনও মাঠে ফেরেননি। লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন শাহিন। তাঁর অনুপস্থিতিতে এশিয়া কাপে বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন নাসিম। শাহিনের সঙ্গে জুটি বাঁধতে পারলে পাকিস্তান বোলিং বিভাগ যে কোনও প্রতিপক্ষের কাছেই কঠিন হয়ে দাঁড়াবে। হাঁটুর চোট সারিয়ে শাহিন আফ্রিদি বিশ্বকপে খেলতে পারবেন এমন প্রত্যাশা করাই যায়। নাসিম শাহকেও বিশ্বকাপে পাওয়া নিয়ে সমস্যা থাকবে না। তবে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন না তাঁরা।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ ম্যাচের টি ২০ সিরিজে ৩-২ এগিয়ে রয়েছে পাকিস্তান। এর মধ্যে দুটি ম্যাচ প্রবল প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। যে কোনও দলই জিততে পারত। সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন নাসিম। তবে ৪ ওভারে ৪১ রান দিলেও উইকেট পাননি। এরপরই তাঁকে বিশ্রাম দেওয়া হয়। জ্বর এবং বুকে ব্যথার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নাসিম দ্রুতই সুস্থ হয়ে উঠবে, আশাবাদী পাকিস্তান বোর্ড।

Leave a Reply