সবচেয়ে ভালো VPN কোনটি? (সেরা 5টির মধ্যে) – সফল ফ্রিল্যান্সার


আমরা অনেকে কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট স্পিড বা অন্যান্য কাজের জন্য ভিপিএন ব্যবহার করি। কিন্তু, আপনারা কি জানেন সবচেয়ে ভালো VPN কোনটি (Top best VPN list)?

আমার মতে সেরা ভিপিএন এর তালিকার মধ্যে যেসব VPN গুলোতে Hide your ip address, encrypt internet traffic, internet speed, bypass internet geo-blocks ইত্যাদি সুবিধা থাকবে সেই সব ভিপিএন গুলো সবচেয়ে ভালো।

তাই, আজকের আর্টিকেলে আমি এমন কিছু ভিপিএন সার্ভিস সম্পর্কে আলোচনা করবো যে গুলোতে আপনারা উপরের সবগুলো সুবিধা পেয়ে যাবেন।

VPN মানে কি? ভিপিএন ব্যবহারের নিয়ম এবং সুবিধা গুলো  

আপনারা যদি best VPN services খুঁজে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনাদের অবশ্যই কাজে লাগবে। 

তাহলে চলুন নিচে থেকে জেনে নিবো বর্তমানে সবচেয়ে ভালো ভিপিএন কোনটি?

সবচেয়ে ভালো VPN কোনটি (সেরা 5টির মধ্যে)

আজকে আমরা সেরা ভিপিএন গুলোর ব্যাপারে কথা বলবো। তাই ফ্রি ভিপিএন সেবার অন্তর্ভুক্ত যে ভিপিএন গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো না।

কারণ, ফ্রি ভিপিএন গুলোর তুলনায় পেইড বা প্রিমিয়ার ভিপিএন গুলো অনেক বেশি পরিমানে সেবা প্রদান করে থাকে।

তাই, আজকে আমরা পেইড বা প্রিমিয়াম ভিপিএন সার্ভিস গুলোর মধ্যে সেরা ৫টি VPN সম্পর্কে বিস্তারিত জানবো।

(১) Express VPN

Streaming, torrenting এবং gaming এর কথা বলে গেলে Express VPN টি অনেক ভালো। ২০২২ সালে এই ভিপিএন কে আমি সেরাদের তালিকায় রাখবো।

এটা ধারাবাহিক ভাবে অনেক ফাস্ট কাজ করে। তাছাড়া প্রত্যেক ডিভাইসে খুব সহজে কাজ করে।

এই ভিপিএন ব্যবহার করার সময় যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর কাস্টমার কেয়ার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন।

এখানে আপনি ২৪ ঘন্টা লাইভ চ্যাটিং করে সমস্যা গুলো সমাধান করতে পারবেন। এদের সার্ভিস গুলোর মধ্যে কয়েকটি প্ল্যান রয়েছে। 

রাউটার কি? রাউটার ব্যবহারের নিয়ম ও সুবিধা

এর মধ্যে সস্তা প্ল্যান হলো $6.67 মাসে নিতে পারবেন ১২ মাসের জন্য। এছাড়া আর একটি প্ল্যান রয়েছে $12.95 প্রত্যেক মাসের জন্য।

এখানে আপনি 92 Mbps স্পিড, ৩০০০ সার্ভার এবং US Netflix ব্যবহার করতে পারবেন।

(২) Private VPN

আপনারা যদি free public wifi network ব্যবহার করতে চান তাহলে এই VPN টি ব্যবহার করে দেখতে পারেন।

প্রত্যেক ব্যবহারকারী এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন। সহজে বলতে গেলে এটা user-friendly.

এই ভিপিএন সেবার আকর্ষনীয় দিক হলো ফাস্ট এবং secure short-disttance connection. তাছাড়া streaming website গুলো আনলক করার ক্ষেত্রে নির্ভরযোগ্য।

PrivetVPN এর ৬৩ টি দেশে সার্ভার সাপোর্ট রয়েছে। 94 Mbps স্পিড গতিতে এই ভিপিএন সেবা ব্যবহার করতে পারবেন। 

এক কথায় বলতে গেলে যারা নতুন VPN ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক সুবিধাজনক এবং নিরাপদ।

(৩) Proton VPN

এই VPN টি আপনারা দুইটা উপায় ব্যবহার করতে পারবেন। প্রথমত সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং দ্বিতীয় পেইড ভার্সন কিনে ব্যবহার করতে পারবেন। অবশ্যই পেইড ভার্সনে বেশি ফিচারস উপভোগ করতে পারবেন।

এর প্রধান আকর্ষণীয় দিক হলো প্রাইভেসি এবং সিকিউরিটি। 96 Mbps স্পিড এর সাথে এই VPN services ব্যবহার করতে পারবেন। 

Proton VPN তৈরি করেছে Proton Mail নামের একটি সার্ভিস টিম। এটাতে আপনারা প্রাইভেট ব্রাউসিং, ব্লক কনটেন্ট এক্সেস করার সুবিধা গুলো পেয়ে যাবেন।

(৪) Windscribe VPN

এই ভিপিএন সার্ভিসটি নিরাপত্তার সাথে দুইটি পরিসেবা free এবং paid সাবক্রিপশন প্ল্যান ব্যবহার করতে পারবেন।

আপনারা যদি ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে অনেক streaming services গুলো আনলক করতে পারবেন। তাছাড়া ফ্রি সার্ভার গুলো ব্যবহার করে torrenting করতে পারবেন।

আমি নিজেও এই ভিপিএন ব্যবহার করি। যে কারণে অন্যান্য ভিপিএন গুলোর থেকে এই ভিপিএন সার্ভিসকে আমি এগিয়ে রাখবো।

জিপিএস কাকে বলে

তবে, আপনারা যদি পেইড ভার্সন ব্যবহার করেন তাহলে অনেক বেশি ফিচারস উপভোগ করতে পারবেন এবং streaming blocks গুলো সহজে bypass করতে পারবেন।

এই VPN ব্যবহার করার জন্য 94 Mbps স্পিড পাবেন এবং আনলিমিটেড কানেকশন সুবিধা পাবেন।

(৫) IPVanish VPN

এই ভিপিএন ব্যবহার করে সেরা VPN App আপনাদের amazon fire tv stick এর জন্য। এটা অনেক ফাস্ট এবং secure হলেও এখানে streaming activity logs গুলো রাখা হয় না।

৫০ টি দেশের সার্ভার সাপোর্ট পাবেন IPVanish VPN ব্যবহার করলে। তাছাড়া 84 Mbps স্পিডে VPN টি ব্যবহার করতে পারবেন। 

তবে, অন্যান্য ভিপিএন সেবা গুলোর মতো এই ভিপিএন কিন্ত Netflix, popular streaming app গুলোকে অনলক (unlock) করে রাখবে না।

অন্যান প্রাইভেট ভিপিএন সার্ভিস গুলোর মধ্যে IPVanish VPN সবচেয়ে ভালো এবং দারুণ একটি ভিপিএন।

শেষ কথা 

আজকে আমরা জানলাম সেরা ৫টি ভিপিএন এর মধ্যে সবচেয়ে ভালো VPN কোনটি সেটার ব্যাপারে। উপরে যে ৫টি VPN services নিয়ে আলোচনা করেছি সেগুলো সত্যিই অনেক দারুন।

Best VPN services সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিগেশ করার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি কমেন্টের উত্তর দিবো।


Leave a Reply