কাতার বিশ্বকাপে নজরে থাকবেন ক্যামেরুনের যে ফুটবলাররা…


নভেম্বর মাসে কাতারে শুরু হতে চলেছে এ বারের ফুটবল বিশ্বকাপ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যামেরুন। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে রিগোবার্ট সংয়ের ছেলেরা। এ বারের বিশ্বকাপে ক্যামেরুনের যে পাঁচ প্লেয়ারে নজর থাকবে, তাঁরা হলেন…


Sep 30, 2022 | 7:00 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 30, 2022 | 7:00 AM




নভেম্বর মাসে কাতারে শুরু হতে চলেছে এ বারের ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup 2022)। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যামেরুন (Cameroon)। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে রিগোবার্ট সংয়ের ছেলেরা। এ বারের বিশ্বকাপে ক্যামেরুনের যে পাঁচ প্লেয়ারে নজর থাকবে, তাঁরা হলেন... (ছবি-ফিফা ওয়েবসাইট)

নভেম্বর মাসে কাতারে শুরু হতে চলেছে এ বারের ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup 2022)। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যামেরুন (Cameroon)। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে রিগোবার্ট সংয়ের ছেলেরা। এ বারের বিশ্বকাপে ক্যামেরুনের যে পাঁচ প্লেয়ারে নজর থাকবে, তাঁরা হলেন… (ছবি-ফিফা ওয়েবসাইট)

আন্দ্রে ওনানা - ক্যামেরুনের গোলকিপার আন্দ্রে ওনানা। ২৬ বছর বসয়ী ওনানা, চলতি বছরে ইন্টার মিলানে যোগ দিয়েছেন। দেশের হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসে ভালো পারফর্ম করেছিলেন ওনানা। সেমিফাইনালে ইজিপ্টের বিরুদ্ধে প্রথমে কোনও গোল হজম করতে হয়নি ক্যামেরুনকে। শেষ অবধি পেনাল্টি শুট আউটে ৩-১ হেরে যায় ক্যামেরুন। (ছবি-ফিফা)

আন্দ্রে ওনানা – ক্যামেরুনের গোলকিপার আন্দ্রে ওনানা। ২৬ বছর বসয়ী ওনানা, চলতি বছরে ইন্টার মিলানে যোগ দিয়েছেন। দেশের হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসে ভালো পারফর্ম করেছিলেন ওনানা। সেমিফাইনালে ইজিপ্টের বিরুদ্ধে প্রথমে কোনও গোল হজম করতে হয়নি ক্যামেরুনকে। শেষ অবধি পেনাল্টি শুট আউটে ৩-১ হেরে যায় ক্যামেরুন। (ছবি-ফিফা)

কলিনস ফাই - ক্যামেরুনের ডিফেন্ডার কলিনস ফাইয়ের দিকে নজর রাখতে হবে আসন্ন বিশ্বকাপে। বছর ৩০ এর কলিনস গতির জন্য সকলের নজর কেড়েছেন। মিডফিল্ডারের সঙ্গে সংযোগ স্থাপনে বিশেষ ভাবে সক্ষম কলিনস। (ছবি-ফিফা)

কলিনস ফাই – ক্যামেরুনের ডিফেন্ডার কলিনস ফাইয়ের দিকে নজর রাখতে হবে আসন্ন বিশ্বকাপে। বছর ৩০ এর কলিনস গতির জন্য সকলের নজর কেড়েছেন। মিডফিল্ডারের সঙ্গে সংযোগ স্থাপনে বিশেষ ভাবে সক্ষম কলিনস। (ছবি-ফিফা)

ভিনসেন্ট আবুবাকার - ক্যামেরুনের অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার, তিনি তাঁর দেশের সমর্থকদের কাছে 'আবুচৌ' নামে পরিচিত। কাতারে তিনি কেরিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে চলেছেন। চলতি বছরের কাপ অফ নেশনসে সর্বাধিক গোল স্কোরার, প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ক্রমাগত হানা দেন তিনি। ৩৭টি আন্তর্জাতিক গোল করে তিনি সম্প্রতি ক্যামেরুনের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় কিংবদন্তি রজার মিল্লাকে টপকে স্যামুয়েলের পর, তৃতীয় স্থানে চলে পৌঁছে গিয়েছেন। (ছবি-ফিফা)

ভিনসেন্ট আবুবাকার – ক্যামেরুনের অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার, তিনি তাঁর দেশের সমর্থকদের কাছে ‘আবুচৌ’ নামে পরিচিত। কাতারে তিনি কেরিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে চলেছেন। চলতি বছরের কাপ অফ নেশনসে সর্বাধিক গোল স্কোরার, প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ক্রমাগত হানা দেন তিনি। ৩৭টি আন্তর্জাতিক গোল করে তিনি সম্প্রতি ক্যামেরুনের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় কিংবদন্তি রজার মিল্লাকে টপকে স্যামুয়েলের পর, তৃতীয় স্থানে চলে পৌঁছে গিয়েছেন। (ছবি-ফিফা)

কার্ল তোকো একাম্বি - ক্যামেরুনের ফরোয়ার্ড কার্ল তোকো একাম্বি জায়গা বানাতে দক্ষ। কার্ল তোকো মাঝে মধ্যে স্ট্রাইকারের ভূমিকাও পালন করেন। অ্যাম্বোইস ওয়োংগোর সঙ্গে তাঁর বোঝাপড়া দারুও। যা একাধিক ম্যাচে গোলের সুযোগও খুলে দিয়েছে। (ছবি-ফিফা)

কার্ল তোকো একাম্বি – ক্যামেরুনের ফরোয়ার্ড কার্ল তোকো একাম্বি জায়গা বানাতে দক্ষ। কার্ল তোকো মাঝে মধ্যে স্ট্রাইকারের ভূমিকাও পালন করেন। অ্যাম্বোইস ওয়োংগোর সঙ্গে তাঁর বোঝাপড়া দারুও। যা একাধিক ম্যাচে গোলের সুযোগও খুলে দিয়েছে। (ছবি-ফিফা)

এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং - ভিনসেন্ট আবুবাকারের পাশাপাশি ক্যামেরুনকে মাঠে একসঙ্গে নেতৃত্ব দিতে দেখা যায় এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং। ক্যামেরনের অন্যতম অভিজ্ঞ প্লেয়ার হলেন এরিক। তিনি বায়ার্ন মিউনিখের হয়ে দু'বার বুন্দেসলিগা জিতেছিলেন। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাঁর এই সকল অভিজ্ঞতাই রিগোবার্ট সংয়ের দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। (ছবি-ফিফা)

এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং – ভিনসেন্ট আবুবাকারের পাশাপাশি ক্যামেরুনকে মাঠে একসঙ্গে নেতৃত্ব দিতে দেখা যায় এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং। ক্যামেরনের অন্যতম অভিজ্ঞ প্লেয়ার হলেন এরিক। তিনি বায়ার্ন মিউনিখের হয়ে দু’বার বুন্দেসলিগা জিতেছিলেন। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাঁর এই সকল অভিজ্ঞতাই রিগোবার্ট সংয়ের দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। (ছবি-ফিফা)






Most Read Stories


Leave a Reply