ব্যাটের সাইজ বড়, অজি ক্রিকেটারের জন্য পয়েন্ট খোয়াল ডারহাম


Durham : ইংল্যান্ড ক্রিকেট ডিসিপ্লিন কমিশন এক বিবৃতিতে জানিয়েছেন, ইসিবির নির্দেশের নিয়ম মেনে নিক ম্যাডিসনের ব্যাটের সাইজ পরীক্ষা করা হয়েছে। নিয়ম ভঙ্গের জন্য ডারহামের ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

Image Credit source: TWITTER

লন্ডন : শিরোনামে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ। তবে কোনও ব্যক্তিগত বা দলগত রেকর্ডের জন্য নয়। ডারহামের (Durham) এক ক্রিকেটারের সৌজন্যে ১০ পয়েন্ট কাটা গেল ক্লাবের। ঘটনাটি এ মাসের শুরুতে। পয়েন্ট কাটার সিদ্ধান্ত হল এতদিন পর। এমসিসির নিয়ম বহির্ভূত বড় ব্যাট (oversized bat) দিয়ে খেলায় এই জরিমানা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান নিক ম্যাডিসন (Nic Maddinson)। কাউন্টি দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ডার্বিশায়ারের বিরুদ্ধে নেমেছিল ডারহাম। ম্যাচের দ্বিতীয় দিন। ডারহামের অজি ব্যাটার নিক ম্যাডিসন সে সময় ৮ বলে ১ রানে খেলছেন। হঠাৎই খেলা থামান মাঠের আম্পায়ার হাসান আদনান। নিক ম্যাডিসম যে ব্যাট দিয়ে খেলছিলেন, সেটি পরীক্ষা করে দেখেন। বারবার মেপে দেখেন, এমসিসি এবং আইসিসি ব্যাটের সাইজের যে সীমা নির্ধারিত করেছেন, তুলনায় অনেক বড় ব্যাট ব্যবহার করছেন নিক ম্যাডিসন।

NIC BAT

মাঠের আম্পায়ারের পরীক্ষার পর ব্যাটটি নিয়ে যান ম্যাচ রেফারি মাইক স্মিথ। ম্যাচ শেষে ব্যাটটি পরীক্ষা করার কথা ছিল। ততক্ষণে তাঁকে অন্য ব্যাট দিয়ে খেলার অনুমতি দেওয়া হয়। এমসিসির তরফ থেকে আইসিসিকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী ব্যাটের হ্যান্ডেলের নীচ থেকে ব্যাটের শেষ অবধি সর্বাধিক দৈর্ঘ রাখা যাবে, ৯৬.৫২ সেন্টিমিটার। চওড়ায় ১০.৮ সেন্টিমিটারের বেশি হওয়া চলবে না। গভীরতার দিক থেকে সর্বাধিক ৬.৫ সেন্টিমিটার এবং ব্যাটের কিনারা সর্বাধিত ৪ সেন্টিমিন্টার। নিয়মের তুলনায় অনেকটাই বড় ব্য়াট ব্যবহার করেছিলেন অজি ক্রিকেটার নিক ম্যাডিসন।

এ দিন সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছে ডারহাম ক্রিকেট ক্লাব। পরীক্ষায় পরিষ্কার ধরা পড়েছে নিয়মের বাইরে অনেক বড় ব্যাট ব্যবহার করেছেন নিক ম্যাডিসন। ইংল্যান্ড ক্রিকেট ডিসিপ্লিন কমিশন এক বিবৃতিতে জানিয়েছেন, ইসিবির নির্দেশের নিয়ম মেনে নিক ম্যাডিসনের ব্যাটের সাইজ পরীক্ষা করা হয়েছে। নিয়ম ভঙ্গের জন্য ডারহামের ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ডারহাম ক্রিকেট ক্লাব এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। ম্যাডিসন অনিচ্ছাকৃত এই ভুল করলেও কড়া হাতেই বিষয়টি দেখা হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট ডিসিপ্লিন কমিশন।



Leave a Reply