Mirabai Chanu: জাতীয় গেমসে সোনা মীরাবাঈ চানুর


National Games 2022: মহিলাদের ভারোত্তোলনের (Weightlifting) ৪৯ কেজি বিভাগে শুক্রবার মণিপুরের হয়ে নেমেছিলেন চানু।

Mirabai Chanu: জাতীয় গেমসে সোনা মীরাবাঈ চানুর

Image Credit source: National Games Gujarat Twitter

আমেদাবাদ: ৩৬ তম ন্যাশনাল গেমসে (National Games 2022) সোনা জিতলেন ভারতীয় তারকা ভারোত্তলক মীরাবাঈ চানু (Mirabai Chanu)। মহিলাদের ভারোত্তোলনের (Weightlifting) ৪৯ কেজি বিভাগে শুক্রবার মণিপুরের হয়ে নামেন চানু। ক্লিন অ্যান্ড জার্ক ও স্ন্যাচ মিলিয়ে মোট ১৯১ কেজি ওজন তুলেছেন তিনি। ৪৯ কেজি বিভাগে রুপো পেয়েছেন সঞ্জিতা চানু। ব্রোঞ্জ স্নেহা সোরেনের। জাতীয় গেমসের মঞ্চে সোনা জয়ের মধ্য দিয়ে আসন্ন এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিকের প্রস্তুতি শুরু হয়ে গেল চানুর।

বিস্তারিত আসছে…



Leave a Reply