National Games: সাতবছর পর ফিরল ন্যাশনাল গেমস, উদ্বোধন প্রধানমন্ত্রীর


গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল ৩৬তম জাতীয় গেমসের। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, পিভি সিন্ধু, নীরজ চোপড়া, রবিকুমার দাহিয়া, মীরাবাঈ চানু, গগন নারাংরা।


Sep 30, 2022 | 8:15 AM

| Edited By: Tithimala Maji

Sep 30, 2022 | 8:15 AM




গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল ৩৬তম জাতীয় গেমসের। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, পিভি সিন্ধু, নীরজ চোপড়া, রবিকুমার দাহিয়া, মীরাবাঈ চানু, গগন নারাংরা। (ছবি:টুইটার)

গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল ৩৬তম জাতীয় গেমসের। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, পিভি সিন্ধু, নীরজ চোপড়া, রবিকুমার দাহিয়া, মীরাবাঈ চানু, গগন নারাংরা। (ছবি:টুইটার)

করোনা-সহ বিভিন্ন কারণে সাতবছর বন্ধ থাকার পর ফিরল ন্যাশনাল গেমস। ২০১৫ সালে কেরলে শেষবার বসেছিল এই গেমসের আসর।(ছবি:টুইটার)

করোনা-সহ বিভিন্ন কারণে সাতবছর বন্ধ থাকার পর ফিরল ন্যাশনাল গেমস। ২০১৫ সালে কেরলে শেষবার বসেছিল এই গেমসের আসর।(ছবি:টুইটার)

ওপেনিং সেরিমনিতে মঞ্চ মাতালেন দেশের গায়করা। গুজরাটের জনপ্রিয় গায়কদের গানে মঞ্চ মুখরিত হল। এরপর মঞ্চে ওঠেন মোহিত চৌহান, শঙ্কর মহাদেবনরা। হুডখোলা বাসে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন প্রধানমন্ত্রী।(ছবি:টুইটার)

ওপেনিং সেরিমনিতে মঞ্চ মাতালেন দেশের গায়করা। গুজরাটের জনপ্রিয় গায়কদের গানে মঞ্চ মুখরিত হল। এরপর মঞ্চে ওঠেন মোহিত চৌহান, শঙ্কর মহাদেবনরা। হুডখোলা বাসে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন প্রধানমন্ত্রী।(ছবি:টুইটার)

দেশের মোট সাত হাজার অ্যাথলিট প্রতিযোগিতায় অংশ নেবেন। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। (ছবি:টুইটার)

দেশের মোট সাত হাজার অ্যাথলিট প্রতিযোগিতায় অংশ নেবেন। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। (ছবি:টুইটার)

গুজরাটের ছয়টি শহরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, বদোদরা, রাজকোট, ভাবনগর। শুধুমাত্র সাইক্লিং ইভেন্ট অনুষ্ঠিত হবে দিল্লিতে।(ছবি:টুইটার)

গুজরাটের ছয়টি শহরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, বদোদরা, রাজকোট, ভাবনগর। শুধুমাত্র সাইক্লিং ইভেন্ট অনুষ্ঠিত হবে দিল্লিতে।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply