আজকে চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা হবে – সফল ফ্রিল্যান্সার


অনেকে জানতে চেয়েছেন চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা হবে। আজকের আর্টিকেলে বলবো চীনের এক টাকা বাংলাদেশের কত টাকা হবে।

আমাদের বাংলাদেশে থেকে অনেক চায়না যেতে যাচ্ছেন কাজ, ভ্রমন বা ব্যবসা করার জন্য। তারা জানতে চাচ্ছেন চায়না টাকা আর বাংলাদেশের টাকার মধ্যে বাটা কত?

আপনারা হয়তো জানেন বাংলাদেশের সাথে চায়নার ব্যবসায়ীক সুসম্পর্ক রয়েছে। যার ফলে সেখান থেকে প্রচুর পণ্য এদেশে রপ্তানি করে চায়না।

তাছাড়া, আপনারা যারা চায়না থেকে প্রডাক্ট এনে ব্যবসা করতে চাচ্ছেন বা যারা চায়না থাকেন এবং দেশে টাকা পাঠাতে চাচ্ছেন তাদের অবশ্যই জানা প্রয়োজন চায়না ইয়ান টু বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ কত।

চায়না টাকার নাম কি?

প্রত্যেক দেশের টাকার আলাদা আলাদা নাম এবং মান রয়েছে। চায়না বা চীনের টাকার নাম “ইয়ান”। অর্থ্যাৎ চায়না টাকাকে ইয়ান বলা হয়।

আজকে চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা হবে? (China 1 yuan Bangladesher koto taka)

আজকের টাকার রেট হিসাবে চায়না ১ টাকা বাংলাদেশের 14.37 টাকা হবে। মনে রাখবেন, এই টাকার রেট প্রত্যেক দিন কম বেশি হয়। (আপডেট 18-11-2022)

১ ইউয়ান = কত টাকা বাংলাদেশে?

বাংলাদেশে ১ ইউয়ান = 14.37 টাকা। এই টাকার রেট প্রত্যেক দিন কম বেশি হয়ে থাকে।

চায়না ১০ টাকা বাংলাদেশের কত টাকা?

আজকে চায়না ১০ টাকা বাংলাদেশের 143.69 টাকা হবে।

চায়না ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?

আজকের টাকার রেট হিসাবে চায়না ১০০ টাকা বাংলাদেশের 1,436.87 টাকা হবে।

চায়না ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা?

আজকে বাংলাদেশের টাকার রেট / মান অনুযায়ী চায়না ৫০০ টাকা বাংলাদেশের 7,184.35 টাকা হবে।

চায়না ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা?

আজকে চায়না ১০০০ টাকা বাংলাদেশের 14,369.30 টাকা হবে।

চায়না ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা?

আজকে চায়না ১ টাকা সমান বাংলাদেশের 14.37 টাকা হবে।

চায়না টাকার রেট কত?

প্রতিদিন সব দেশের টাকার রেট কম বেশি হয়ে থাকে। আজকে বাংলাদেশে চায়না টাকার রেট 14.37 টাকা।

চায়না টাকার ছবি কেমন? 

অনেক বাংলাদেশী ভাইরা দেখতে চেয়েছেন চায়না টাকার ছবি। প্রত্যেক দেশের টাকার আলাদা আলাদা মান / রেট থাকে এবং দেখতে আলাদা আলাদা থাকে।

আপনারা যারা চায়না টাকা দেখতে চেয়েছেন তাদের জন্য নিচে চায়না টাকার ছবি দেওয়া হয়েছে। 

শেষ কথা 

আজকে আমরা জানলাম আজকে চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা হবে। এই আর্টিকেলে সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন।

আজকের টাকার রেট সম্পর্কে আরো আর্টিকেল –


Leave a Reply