কে প্রথম কাছে এসেছিলেন, কেই বা প্রথম ভালোবেসেছিলেন! তিনিই নাকি তিনি! এ বড় কঠিন প্রশ্ন। পরিণতি সুখের হয়েছে, এর চেয়ে বড় পাওয়া কী হতে পারে? ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আন্ডারডগ থেকে রানার্স হয়েছিল ক্রোয়েশিয়া। এ বার শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন। কানাডার বিরুদ্ধে মাত্র ২ মিনিটেই পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। সমতা ফেরান আন্দ্রে ক্রামারিচ। শেষ অবধি তাঁর জোড়া গোলে কানাডাকে ৪-১ ব্যবধানে হারায় ক্রোয়েশিয়া। মাঠের বাইরেও প্রথম সুযোগেই ‘গোল’দিয়েছিলেন ক্রোট স্ট্রাইকার আন্দ্রে ক্রামারিচ। প্রথম দেখাতেই প্রেম…বিয়ে এবং এক সন্তান।
Nov 29, 2022 | 9:45 AM
Most Read Stories