প্রথম দর্শনেই ‘গোল’, ক্রোয়েশিয়া স্ট্রাইকার ক্রামারিচের প্রেম কাহিনি জানেন?


কে প্রথম কাছে এসেছিলেন, কেই বা প্রথম ভালোবেসেছিলেন! তিনিই নাকি তিনি! এ বড় কঠিন প্রশ্ন। পরিণতি সুখের হয়েছে, এর চেয়ে বড় পাওয়া কী হতে পারে? ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আন্ডারডগ থেকে রানার্স হয়েছিল ক্রোয়েশিয়া। এ বার শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন। কানাডার বিরুদ্ধে মাত্র ২ মিনিটেই পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। সমতা ফেরান আন্দ্রে ক্রামারিচ। শেষ অবধি তাঁর জোড়া গোলে কানাডাকে ৪-১ ব্যবধানে হারায় ক্রোয়েশিয়া। মাঠের বাইরেও প্রথম সুযোগেই ‘গোল’দিয়েছিলেন ক্রোট স্ট্রাইকার আন্দ্রে ক্রামারিচ। প্রথম দেখাতেই প্রেম…বিয়ে এবং এক সন্তান।


Nov 29, 2022 | 9:45 AM

| Edited By: Dipankar Ghoshal

Nov 29, 2022 | 9:45 AM




কে প্রথম কাছে এসেছিলেন, কেই বা প্রথম ভালোবেসেছিলেন! তিনিই নাকি তিনি! এ বড় কঠিন প্রশ্ন। পরিণতি সুখের হয়েছে, এর চেয়ে বড় পাওয়া কী হতে পারে? ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আন্ডারডগ থেকে রানার্স হয়েছিল ক্রোয়েশিয়া। এ বার শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন। (ছবি : টুইটার)

কে প্রথম কাছে এসেছিলেন, কেই বা প্রথম ভালোবেসেছিলেন! তিনিই নাকি তিনি! এ বড় কঠিন প্রশ্ন। পরিণতি সুখের হয়েছে, এর চেয়ে বড় পাওয়া কী হতে পারে? ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আন্ডারডগ থেকে রানার্স হয়েছিল ক্রোয়েশিয়া। এ বার শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন। (ছবি : টুইটার)

কানাডার বিরুদ্ধে মাত্র ২ মিনিটেই পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। সমতা ফেরান আন্দ্রে ক্রামারিচ। শেষ অবধি তাঁর জোড়া গোলে কানাডাকে ৪-১ ব্যবধানে হারায় ক্রোয়েশিয়া। (ছবি : ইন্সটাগ্রাম)

কানাডার বিরুদ্ধে মাত্র ২ মিনিটেই পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। সমতা ফেরান আন্দ্রে ক্রামারিচ। শেষ অবধি তাঁর জোড়া গোলে কানাডাকে ৪-১ ব্যবধানে হারায় ক্রোয়েশিয়া। (ছবি : ইন্সটাগ্রাম)

মাঠের বাইরেও প্রথম সুযোগেই 'গোল'দিয়েছিলেন ক্রোট স্ট্রাইকার আন্দ্রে ক্রামারিচ। প্রথম দেখাতেই প্রেম...বিয়ে এবং এক সন্তান। শুরুটা কীভাবে? (ছবি : ইন্সটাগ্রাম)

মাঠের বাইরেও প্রথম সুযোগেই ‘গোল’দিয়েছিলেন ক্রোট স্ট্রাইকার আন্দ্রে ক্রামারিচ। প্রথম দেখাতেই প্রেম…বিয়ে এবং এক সন্তান। শুরুটা কীভাবে? (ছবি : ইন্সটাগ্রাম)

আন্দ্রে ক্রামারিচ এ প্রসঙ্গে জানিয়েছিলেন- পাড়াতে হঠাৎই দেখেন মিয়া কুরকোভিচকে। তারপর কাছের বন্ধুর কাছে জানতে চান, মেয়েটি কে? ক্রামারিচের প্রশ্ন শুনে বন্ধুটি হাসিতে ফেটে পড়েন। কেন না, একই পাড়ায় থেকেও মিয়াকে চেনে না ক্রামারিচ! (ছবি : ইন্সটাগ্রাম)

আন্দ্রে ক্রামারিচ এ প্রসঙ্গে জানিয়েছিলেন- পাড়াতে হঠাৎই দেখেন মিয়া কুরকোভিচকে। তারপর কাছের বন্ধুর কাছে জানতে চান, মেয়েটি কে? ক্রামারিচের প্রশ্ন শুনে বন্ধুটি হাসিতে ফেটে পড়েন। কেন না, একই পাড়ায় থেকেও মিয়াকে চেনে না ক্রামারিচ! (ছবি : ইন্সটাগ্রাম)

তারপর আর কী! প্রথম দর্শনেই প্রেম। বক্সে বল পেয়ে গোলের সুযোগ নষ্ট করবেন! এমনটা হয়নি ক্রামারিচের। প্রোপোজ করতে দেরি করেননি। উল্টোদিক থেকেও সম্মতি মেলে। আন্দ্রে ক্রামারিচ এবং মিয়ার এক সন্তানও রয়েছে। (ছবি : ইন্সটাগ্রাম)

তারপর আর কী! প্রথম দর্শনেই প্রেম। বক্সে বল পেয়ে গোলের সুযোগ নষ্ট করবেন! এমনটা হয়নি ক্রামারিচের। প্রোপোজ করতে দেরি করেননি। উল্টোদিক থেকেও সম্মতি মেলে। আন্দ্রে ক্রামারিচ এবং মিয়ার এক সন্তানও রয়েছে। (ছবি : ইন্সটাগ্রাম)






Most Read Stories


Leave a Reply