FIFA World Cup 2022: কার হাতে উঠবে সোনার বল? মেসি, নেইমার নাকি বাজিমাত করবে অন্য কেউ


সোনার বলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনার বল? লিওনেল মেসি, নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার? নাকি সব হিসেব উল্টে দিয়ে কিলিয়ান এমবাপের মতো অন্য কেউ উঠে পড়বেন মঞ্চে? কে এগিয়ে, কে পিছিয়ে, তালিকা তুলে ধরা হল এখানে।


Nov 29, 2022 | 7:30 AM

| Edited By: Tithimala Maji

Nov 29, 2022 | 7:30 AM




সোনার বলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনার বল? লিওনেল মেসি, নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার? নাকি সব হিসেব উল্টে দিয়ে কিলিয়ান এমবাপের মতো অন্য কেউ উঠে পড়বেন মঞ্চে? কে এগিয়ে, কে পিছিয়ে--- তালিকা তুলে ধরা হল।

সোনার বলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনার বল? লিওনেল মেসি, নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার? নাকি সব হিসেব উল্টে দিয়ে কিলিয়ান এমবাপের মতো অন্য কেউ উঠে পড়বেন মঞ্চে? কে এগিয়ে, কে পিছিয়ে— তালিকা তুলে ধরা হল।

 এখনও পর্যন্ত দুটি গোল। ফ্রান্স দলের তারকা মুখ অলিভিয়ের জিরো দুর্দান্ত ছন্দে রয়েছেন। ফ্রান্সের হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। আর একটা গোল করলেই ছাপিয়ে যাবে ফ্রান্সের সর্বকালের সেরা গোলস্কোরার থিয়েরি অঁরিকে। (ছবি:টুইটার)

এখনও পর্যন্ত দুটি গোল। ফ্রান্স দলের তারকা মুখ অলিভিয়ের জিরো দুর্দান্ত ছন্দে রয়েছেন। ফ্রান্সের হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। আর একটা গোল করলেই ছাপিয়ে যাবে ফ্রান্সের সর্বকালের সেরা গোলস্কোরার থিয়েরি অঁরিকে। (ছবি:টুইটার)

সার্বিয়ার বিরুদ্ধে জোড়া গোল। ব্রাজিলের নতুন নায়ক এখন রিচার্লিসন। যাঁর অসামান্য বাইসাইকেল কিক গোলটি বিশ্বকাপের সবচেয়ে আলোচ্য বিষয়। প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন রিচি।(ছবি:টুইটার)

সার্বিয়ার বিরুদ্ধে জোড়া গোল। ব্রাজিলের নতুন নায়ক এখন রিচার্লিসন। যাঁর অসামান্য বাইসাইকেল কিক গোলটি বিশ্বকাপের সবচেয়ে আলোচ্য বিষয়। প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন রিচি।(ছবি:টুইটার)

কানাডার বিরুদ্ধে জোড়া গোল করেন আন্দ্রে ক্রামারিচ। পিছিয়ে পড়ার পর ৩৬ মিনিটে ক্রামারিচের গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। পরে আরও একটি গোল তাঁর। রাশিয়া বিশ্বকাপের রানার্স টিমের এই তরুণও গোল্ডেন বলের দৌড়ে।(ছবি:টুইটার)

কানাডার বিরুদ্ধে জোড়া গোল করেন আন্দ্রে ক্রামারিচ। পিছিয়ে পড়ার পর ৩৬ মিনিটে ক্রামারিচের গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। পরে আরও একটি গোল তাঁর। রাশিয়া বিশ্বকাপের রানার্স টিমের এই তরুণও গোল্ডেন বলের দৌড়ে।(ছবি:টুইটার)

 বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই প্রতিভার জানান দিয়েছেন ইংল্যান্ডের বুকায়ো সাকা। জোড়া গোলদাতা সাকা ফুটবল সমর্থকদের নজরে। (ছবি:টুইটার)

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই প্রতিভার জানান দিয়েছেন ইংল্যান্ডের বুকায়ো সাকা। জোড়া গোলদাতা সাকা ফুটবল সমর্থকদের নজরে। (ছবি:টুইটার)

নেদারল্যান্ডসের তরুণ প্রতিভা কোডি গাকপোর বিশ্বকাপ শুরু হয়েছে পরপর দুটি ম্যাচে দুটি গোল দিয়ে।(ছবি:টুইটার)

নেদারল্যান্ডসের তরুণ প্রতিভা কোডি গাকপোর বিশ্বকাপ শুরু হয়েছে পরপর দুটি ম্যাচে দুটি গোল দিয়ে।(ছবি:টুইটার)

কাতার বিশ্বকাপের সূচনা হয়েছিল ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার জোড়া গোলে। পরের ম্যাচেও গোল করেন। লাতিন আমেরিকার দলটি দৌড় কতদূর হবে জানা নেই। দলটির ভরসার মুখ ভ্যালেন্সিয়া।(ছবি:টুইটার)

কাতার বিশ্বকাপের সূচনা হয়েছিল ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার জোড়া গোলে। পরের ম্যাচেও গোল করেন। লাতিন আমেরিকার দলটি দৌড় কতদূর হবে জানা নেই। দলটির ভরসার মুখ ভ্যালেন্সিয়া।(ছবি:টুইটার)

স্পেনের ২২ বছরের ফরোয়ার্ড ফেরান তোরেস কোস্টারিকার বিরুদ্ধে দু'বার বল জালে জড়িয়েছিলেন। কোচ লুই এনরিকের প্রিয় পাত্র তোরেস বাকি ম্যাচগুলিতেও লা রোজার হয়ে অবদান রাখতে চান।(ছবি:টুইটার)

স্পেনের ২২ বছরের ফরোয়ার্ড ফেরান তোরেস কোস্টারিকার বিরুদ্ধে দু’বার বল জালে জড়িয়েছিলেন। কোচ লুই এনরিকের প্রিয় পাত্র তোরেস বাকি ম্যাচগুলিতেও লা রোজার হয়ে অবদান রাখতে চান।(ছবি:টুইটার)

দিদিয়ের দেশঁ-র দলের অন্যতম সেরা তারকা। শেষ ম্যাচে ২২ বছরের ফরোয়ার্ডের জোড়া গোলে নকআউটে পা রেখেছে ফ্রান্স। দুই ম্যাচ মিলিয়ে মোট তিনটে গোল। বিশ্বকাপে এমবাপে জাদু দেখার এখনও অনেক বাকি। (ছবি:টুইটার)

দিদিয়ের দেশঁ-র দলের অন্যতম সেরা তারকা। শেষ ম্যাচে ২২ বছরের ফরোয়ার্ডের জোড়া গোলে নকআউটে পা রেখেছে ফ্রান্স। দুই ম্যাচ মিলিয়ে মোট তিনটে গোল। বিশ্বকাপে এমবাপে জাদু দেখার এখনও অনেক বাকি। (ছবি:টুইটার)

ইংল্যান্ডের বিরুদ্ধে হাফ ডজন গোলে হারের ম্যাচে ইরানের মানরক্ষা করেছিলেন মেহদি তারেমি। থ্রি লায়ন্সের রক্ষণ ভেদ করে দুটি গোল করেন। (ছবি:টুইটার)

ইংল্যান্ডের বিরুদ্ধে হাফ ডজন গোলে হারের ম্যাচে ইরানের মানরক্ষা করেছিলেন মেহদি তারেমি। থ্রি লায়ন্সের রক্ষণ ভেদ করে দুটি গোল করেন। (ছবি:টুইটার)

দল হারুক বা জিতুক। বিশ্বকাপে গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন লিওনেল মেসি। দুটি ম্যাচে দুটি গোল। সোনার বলের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যেতেই পারেন ৩৫ বছরের মেসি। (ছবি:টুইটার)

দল হারুক বা জিতুক। বিশ্বকাপে গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন লিওনেল মেসি। দুটি ম্যাচে দুটি গোল। সোনার বলের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যেতেই পারেন ৩৫ বছরের মেসি। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply