FIFA World Cup Breaking: বিশ্বকাপে ইতিহাস, জার্মানি ম্যাচে বাঁশি মুখে মহিলা রেফারি ফ্রেপপার্ট


Qatar 2022: ফিফার তরফে জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা হয়েছে।

দোহা : বিশ্বকাপে সহকারি রেফারি হিসেবে দায়িত্ব সামলেছেন। এ বার প্রত্য়ক্ষভাবে ম্যাচ পরিচালনা। ইতিহাস গড়ার পথে স্টেফানি ফ্রেপপার্ট। ফিফার তরফে জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা হয়েছে। প্রধান রেফারি স্টেফানি ফ্রেপপার্ট। কাতার বিশ্বকাপে নানা বিতর্কের মাঝে কিছু স্মরণীয় ঘটনা এবং ইতিহাসও দেখা গিয়েছে। তার মধ্যে অন্যতম, পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি। ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগেই জানা গিয়েছিল রক্ষণশীল কাতারে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে ছয় জন মহিলা রেফারিকে। গ্রুপ পর্বে মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব সামলেছিলেন ফ্রান্সের স্টেফানি ফ্রেপপার্ট (Stephanie Frappart)। এই প্রথম বার বিশ্বকাপে মহিলা রেফারি দেখা যাচ্ছে। সে দিক থেকে দেখলে স্টেফানির হাত ধরেই তৈরি হল নতুন ধারা। আরও বড় ইতিহাস গড়ার পথে তিনি। বিস্তারিত TV9Bangla-য়।

ফ্রান্সের স্টেফানি ফ্রেপপার্টের পাশাপাশি জাপানের ইয়ামাশিতা ইয়োশিমি, রোয়ান্ডার সালিমা মুকাসেঙ্গা, ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিটরা এ বারের বিশ্বকাপে রেফারিদের তালিকায় রয়েছেন। ৩৬ জন রেফারির মধ্যে সুযোগ পেয়েছেন তাঁরা। পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি ইতিহাসে এই প্রথমবার। ৩৮ বছর বয়সী স্টেফানি ফ্রেপপার্ট ২০১৯ সালে ফ্রান্সে মহিলা বিশ্বকাপেও রেফারিংয়ের দায়িত্ব পালন করেছিলেন। উয়েফা সুপার কাপের ফাইনালেও তাঁকে রেফারিং করতে দেখা গিয়েছিল। তিনিই প্রথম মহিলা যিনি প্রথমবার পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পরিচালনার দায়িত্বও পেয়েছিলেন। আর এ বার পুরুষদের বিশ্বকাপেও রেফারিং করে ইতিহাসের পাতায় নাম তুলেছেন স্টেফানি।

ফিফার তরফে জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচের অফিসিয়ালদের নাম ঘোষণা হয়েছে। প্রধান রেফারির দায়িত্বে ফ্রেপপার্ট। সহকারি রেফারি হিসেবে থাকছেন ব্রাজিলের নেউজা ব্যাক এবং মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা। পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার সরাসরি বাঁশি হাতে মাঠে দেখা যাবে ফ্রেপপার্টকে। ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (৭৫০ গোল) ইতিহাস গড়ার ম্যাচ পরিচালনা করেছিলেন স্টেফানিই।



Leave a Reply