ফুটবল ও পরিবার, মেসির সাফল্যের চাবি কি?


বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। শুধু মাঠেই নয়, ব্যক্তিগত জীবনেও ভারসাম্য অনবদ্য। তা বলার অপেক্ষা রাখে না। লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে ৪ বছরের বিবাহিত জীবন এখন তাঁদের। (ছবি: ইন্সটাগ্রাম)


Nov 30, 2022 | 9:30 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Nov 30, 2022 | 9:30 AM




বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। শুধু মাঠেই নয়, ব্যক্তিগত জীবনেও ভারসাম্য অনবদ্য। তা বলার অপেক্ষা রাখে না। লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে ৪ বছরের বিবাহিত জীবন এখন তাঁদের। (ছবি: ইন্সটাগ্রাম)

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। শুধু মাঠেই নয়, ব্যক্তিগত জীবনেও ভারসাম্য অনবদ্য। তা বলার অপেক্ষা রাখে না। লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে ৪ বছরের বিবাহিত জীবন এখন তাঁদের। (ছবি: ইন্সটাগ্রাম)

ছেলেবেলায় আর্জেন্টিনাতেই দেখা হয় মেসি এবং আন্তোনেলার। তাঁরা দুজনেই আর্জেন্টিনার রোজারিওর বাসিন্দা। তারপর কেরিয়ারের স্বার্থে মেসিকে আর্জেন্টিনা ছাড়তে হয়। (ছবি: ইন্সটাগ্রাম)

ছেলেবেলায় আর্জেন্টিনাতেই দেখা হয় মেসি এবং আন্তোনেলার। তাঁরা দুজনেই আর্জেন্টিনার রোজারিওর বাসিন্দা। তারপর কেরিয়ারের স্বার্থে মেসিকে আর্জেন্টিনা ছাড়তে হয়। (ছবি: ইন্সটাগ্রাম)

দূরে থেকেও প্রেম কিন্তু কমেনি। উল্টে বেড়েছে। জীবনের নানান চড়াই উতরাইতে মেসির ছায়া হয়ে থেকেছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজো। আন্তোনেলা পেশায় ব্যবসায়ী। তিনি মডেলিংও করেন। একই সঙ্গে সামলান সংসার ও সন্তানদের। (ছবি: ইন্সটাগ্রাম)

দূরে থেকেও প্রেম কিন্তু কমেনি। উল্টে বেড়েছে। জীবনের নানান চড়াই উতরাইতে মেসির ছায়া হয়ে থেকেছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজো। আন্তোনেলা পেশায় ব্যবসায়ী। তিনি মডেলিংও করেন। একই সঙ্গে সামলান সংসার ও সন্তানদের। (ছবি: ইন্সটাগ্রাম)

ম্যাজিশিয়ানকে প্রায়শই স্ত্রীর প্রশংসা করতে শোনা যায়। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার স্ত্রীর অনেক গুণ আছে। ঘরে-বাইরে সব এক সঙ্গে সমান তালে সামলায়।' (ছবি: ইন্সটাগ্রাম)

ম্যাজিশিয়ানকে প্রায়শই স্ত্রীর প্রশংসা করতে শোনা যায়। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার স্ত্রীর অনেক গুণ আছে। ঘরে-বাইরে সব এক সঙ্গে সমান তালে সামলায়।’ (ছবি: ইন্সটাগ্রাম)

তিন সন্তান মাতেও, সিরো ও থিয়াগোকে নিয়ে তাঁদের সুখের সংসার এখন। মেসির শেষ বিশ্বকাপ দেখতে কাতারে রয়েছে তাঁর পরিবার। স্ত্রী-সন্তানেরও একটাই প্রত্যাশা, মেসির হাতে কাপ উঠুক। (ছবি: ইন্সটাগ্রাম)

তিন সন্তান মাতেও, সিরো ও থিয়াগোকে নিয়ে তাঁদের সুখের সংসার এখন। মেসির শেষ বিশ্বকাপ দেখতে কাতারে রয়েছে তাঁর পরিবার। স্ত্রী-সন্তানেরও একটাই প্রত্যাশা, মেসির হাতে কাপ উঠুক। (ছবি: ইন্সটাগ্রাম)






Most Read Stories


Leave a Reply