POL vs ARG, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ সি-এর পোল্যান্ড বনাম আর্জেন্টিনা এবং সৌদি আরব বনাম মেক্সিকো, এই দুই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আজ বিশ্বকাপে লিও মেসি বনাম লেওয়ানডস্কি
LIVE NEWS & UPDATES
-
30 Nov 2022 11:40 PM (IST)
গ্রুপ-সি এর জমজমাট লড়াই শুরু হবে আর কিছুক্ষণ পর
আজ গ্রুপ-সি- এর দুই জমজমাট লড়াই। পড়ুন প্রিভিউ – POL vs ARG, KSA vs MEX FIFA WC Match Preview: মিশন নকআউট: কোন অঙ্কে দাঁড়িয়ে আর্জেন্টিনা?
-
30 Nov 2022 11:35 PM (IST)
হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে মেসিকে নিয়ে কী বললেন লেওয়ানডস্কি?
আর্জেন্টিনার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে মেসিকে নিয়ে কী বললেন পোলিশ তারকা লেওয়ানডস্কি? দেখে নিন ভিডিয়ো
Lewandowski ? Messi
?️ @lewy_official gives his take on the Argentina superstar! #FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 30, 2022
দোহা: কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো। কোনও দলেরই নক আউট এখনও নিশ্চিত নয়। তেমনই কোনও দলের সুযোগও শেষ হয়ে যায়নি। আজ ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পোল্যান্ড ও আর্জেন্টিনা (Poland vs Argentina)। একই সময়ে লুসেইল স্টেডিয়ামে নামছে সৌদি আরব-মেক্সিকো (Saudi Arabia vs Mexico)। শেষ দুটি ম্যাচের ফলের উপরই নির্ভর করবে, এই গ্রুপ থেকে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে কাদের। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পোল্য়ান্ড। সৌদি আরব ও আর্জেন্টিনা একটি করে ম্যাচে জিতেছে। দু-দলেরই পয়েন্ট তিন। যদিও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে সহজ হিসেব, পোল্যান্ডকে হারিয়ে নক আউট নিশ্চিত করা। ম্যাচ ড্র হলে! সেক্ষেত্রে পোল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে নক আউট নিশ্চিত করবে। আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণ করবে সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচ। সৌদি আরব জিতলে ৬ পয়েন্ট নিয়ে নক আউটে পৌঁছে যাবে এবং আর্জেন্টিনা গ্রুপ পর্বেই ছিটকে যাবে। মেক্সিকো জিতলে তাদেরও চার পয়েন্ট হবে। তবে গোল পার্থক্যে মেসিদের ছাপিয়ে যেতে তাদের অন্তত ৪ গোলের ব্য়বধানে জিততে হবে। দুটি ম্যাচই ড্র হলে পোল্যান্ড, আর্জেন্টিনা শেষ ষোলোয় জায়গা করে নেবে। TV9Bangla-র এই লাইভ ব্লগে নজর রাখুন পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ এবং সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচের আপডেট।
Published On – Nov 30,2022 11:30 PM