Pele: গলা দিয়ে নামছে না খাবার, ফুলে গিয়েছে শরীর; ফের হাসপাতালে পেলে


দীর্ঘদিন ধরেই অসুস্থ ব্রাজিলের কিংবদন্তি পেলে। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। রয়েছে হার্টের সমস্যাও। পেলের স্বাস্থ্যের অবনতি অনুরাগীদের উদ্বেগের মধ্যে রেখেছে।

Image Credit source: Twitter

TV9 Bangla Digital

| Edited By: Tithimala Maji

Nov 30, 2022 | 10:12 PM




রিও ডি জেনেইরো: বিশ্বকাপের মাঝেই ফুটবল বিশ্বকে চিন্তায় ফেলে দিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। দীর্ঘদিন ধরেই অসুস্থ। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তারই মধ্যে ফের হাসপাতালে ভর্তি হতে হল ৮২ বছরের কিংবদন্তিকে। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, বুধবার হাসপাতালে পেলের ভর্তি হওয়া শিডিউলের মধ্যে ছিল না। হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাও পাওলোর একটি হাসপাতালে নিয়ে যেতে হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কিংবদন্তিকে যখন আনা হয় তাঁর গোটা শরীর ফুলে ছিল। গলা দিয়ে খাবার নামছে না। এমনকী হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে। কাজ করছে না কেমোথেরাপিও। সব মিলিয়ে বিশ্বকাপের মাঝে ব্রাজিলিয়ান লেজেন্ডকে নিয়ে ব্যপক চিন্তায় ফুটবল জগত।

বিস্তারিত আসছে…

Leave a Reply