COSTA RICA vs GERMANY, JAPAN vs SPAIN FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ ই-র, কোস্টারিকা বনাম জার্মানি (COSTA RICA vs GERMANY) এবং জাপান ও স্পেন (JAPAN vs SPAIN) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
Image Credit source: OWN Photograph
LIVE NEWS & UPDATES
-
02 Dec 2022 12:01 AM (IST)
ব্রেকিং
গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে বেলজিয়াম। ব্যর্থতার দায়ে, কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন রবার্তো মার্তিনেজ।
-
02 Dec 2022 12:00 AM (IST)
জাপান-স্পেন একাদশ
গ্রুপ ই-র অন্য ম্য়াচে অর্থাৎ কোস্টারিকা-জার্মানি ড্র হলে এবং স্পেন বনাম জাপান ম্যাচও ড্র হলে, এই গ্রুপ থেকে নকআউটে জায়গা করে নেবে স্পেন ও জাপান। কোস্টারিকা জিতলে এবং স্পেন হারলেও গোল পার্থক্যে নকাউটে যেতে পারে। সব মিলিয়ে দুটি ম্যাচ শেষ না হওয়া অবধি টানটান উত্তেজনা অপেক্ষা করছে।
এক নজরে দেখে নিন, জাপান-স্পেনের একাদশ
The starting XIs for #JPN and #ESP #FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 1, 2022
-
01 Dec 2022 11:47 PM (IST)
প্রথম একাদশ
এক নজরে কোস্টারিকা বনাম জার্মানি ম্যাচের প্রথম একাদশ
The starting lineups for #CRC & #GER are in! ?#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 1, 2022
-
01 Dec 2022 11:40 PM (IST)
কোস্টারিকা-জার্মানি ম্যাচে ইতিহাস
কোস্টারিকা-জার্মানি ম্যাচে ইতিহাসের অপেক্ষা। বিস্তারিত জানতে পডুন এই লিঙ্ক- বিশ্বকাপে ইতিহাস, জার্মানি ম্যাচে বাঁশি মুখে মহিলা রেফারি ফ্রেপপার্ট
-
01 Dec 2022 11:38 PM (IST)
জার্মানির পরীক্ষা, জাপানের প্রত্যাশা
TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। কিছুক্ষণ পরই শুরু হবে গ্রুপ ই-র শেষ ম্যাচ। কোস্টারিকার বিরুদ্ধে নামছে জার্মানি। এই ম্যাচ না জিতলে বিদায় হয়ে যাবে জার্মানির। অন্য দিকে, স্পেন বনাম জাপান। কিছুটা হলেও সুরক্ষিত স্পেন। ড্র করলেও নকআউটে যাবে তারা।
দোহা : কাতার বিশ্বকাপে আজ টিকে থাকার শেষ সুযোগ জার্মানির সামনে। তারপরও তাদের নকআউট নিশ্চিত হবেই এমন গ্যারান্টি নেই। নির্ভর করবে বাকি ম্যাচের ফলের উপরও। কোস্টারিকার বিরুদ্ধে নামছে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি। অন্য ম্যাচে, স্পেনের প্রতিপক্ষ জাপান। তুলনামূলক ভালো জায়গায় স্পেন। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ ব্যবধানে হারিয়েছিল তারা। গত ম্যাচে জার্মানির বিরুদ্ধে ১-০ এগিয়ে থাকলেও শেষ অবধি ম্যাচ ড্র হয়েছে। ৪ পয়েন্ট এবং গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে স্পেন। আজ ড্র করলেই নকআউট নিশ্চিত তাদের। কোস্টারিকা-জার্মানি ম্যাচ আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথম বার পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে মহিলা রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Published On – Dec 01,2022 11:34 PM