বাধার মুখে পড়তে হবে না, বিশ্বকাপ দেখতে সমকামিদের স্বাগত কাতারের


অবশেষে মিলল সবুজ সঙ্কেত! রেনবো আর্মব্যান্ড, ব্যানার, টি-শার্ট নিয়ে যে বিতর্ক চলছিল কাতার বিশ্বকাপে, তা আপাতত ধামাচাপা দিতে আসরে নামল ফিফা।


Dec 01, 2022 | 8:15 AM

| Edited By: Tithimala Maji

Dec 01, 2022 | 8:15 AM




অবশেষে মিলল সবুজ সঙ্কেত! রেনবো আর্মব্যান্ড, ব্যানার, টি-শার্ট নিয়ে যে বিতর্ক চলছিল কাতার বিশ্বকাপে, তা আপাতত ধামাচাপা দিতে আসরে নামল ফিফা।(ছবি:টুইটার)

অবশেষে মিলল সবুজ সঙ্কেত! রেনবো আর্মব্যান্ড, ব্যানার, টি-শার্ট নিয়ে যে বিতর্ক চলছিল কাতার বিশ্বকাপে, তা আপাতত ধামাচাপা দিতে আসরে নামল ফিফা।(ছবি:টুইটার)

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়ে দিল, ‘লাভ ওয়ান’এ আপত্তি নেই। এ বার থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে গেলে আর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না। হেনস্তা হবে না দর্শকদের।(ছবি:টুইটার)

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়ে দিল, ‘লাভ ওয়ান’এ আপত্তি নেই। এ বার থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে গেলে আর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না। হেনস্তা হবে না দর্শকদের।(ছবি:টুইটার)

রেনবো কালার নিয়ে কিছুতেই নতিস্বীকার করতে চাইছিল না কাতার। মহিলাদের স্বাধীনতার যে বার্তা তুলে ধরা হচ্ছিল, তাও মানতে নারাজ ছিল। সে সব মিটিয়ে এ বার কাতার খানিকটা হলেও বিশ্ব নাগরিক হওয়ার তাগিদ দেখাল।(ছবি:টুইটার)

রেনবো কালার নিয়ে কিছুতেই নতিস্বীকার করতে চাইছিল না কাতার। মহিলাদের স্বাধীনতার যে বার্তা তুলে ধরা হচ্ছিল, তাও মানতে নারাজ ছিল। সে সব মিটিয়ে এ বার কাতার খানিকটা হলেও বিশ্ব নাগরিক হওয়ার তাগিদ দেখাল।(ছবি:টুইটার)

পর্তুগাল-উরুগুয়ে ম্যাচে মারিও ফারি নামের এক ইতালিয়ান সমর্থক রেনবো টি-শার্ট পরে, পতাকা নিয়ে মাঠে নেমে পড়েছিলেন। তাতেই হুঁশ ফেরে ফিফার। বলা যেতে পারে, চাপের মুখে পড়েই সিদ্ধান্ত বদল ফিফার।(ছবি:টুইটার)

পর্তুগাল-উরুগুয়ে ম্যাচে মারিও ফারি নামের এক ইতালিয়ান সমর্থক রেনবো টি-শার্ট পরে, পতাকা নিয়ে মাঠে নেমে পড়েছিলেন। তাতেই হুঁশ ফেরে ফিফার। বলা যেতে পারে, চাপের মুখে পড়েই সিদ্ধান্ত বদল ফিফার।(ছবি:টুইটার)

কাতারে প্রবেশ করতে সমকামিদের বাধা না দিলেও, এলজিবিটিকিউ শ্রেণি সম্পর্কে কাতারের মনোভাব বদলানোর চেষ্টা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন কাতারের মন্ত্রী সাদ শেরিদা আল কাবি। (ছবি:টুইটার)

কাতারে প্রবেশ করতে সমকামিদের বাধা না দিলেও, এলজিবিটিকিউ শ্রেণি সম্পর্কে কাতারের মনোভাব বদলানোর চেষ্টা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন কাতারের মন্ত্রী সাদ শেরিদা আল কাবি। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply