Qatar World Cup 2022: স্কালোনি জানিয়েছেন, মেসি পেনাল্টির সুযোগ হারিয়েছে ঠিকই,তবে এর ফলে যেন দলের বাকিরা আস্থা না হারিয়ে ফেলে খেলা থেকে, সেটাই চেষ্টা করছিলেন।
Image Credit source: twitter
দোহা : কাতার বিশ্বকাপে পোল্য়ান্ড-আর্জেন্টিনা (Poland vs Argentina) ম্য়াচ বর্তমানে শিরোনামে। যে ম্য়াচ নিয়ে প্রবল আলোচনা চলছে ফুটবল মহলে। মেসি-লেওয়ানডস্কি দ্বৈরথ দেখতে মুখিয়েছিল গোটা বিশ্ব। অবশেষে তা দেখতে পেয়ে উচ্ছ্বসিত ফুটবল দুনিয়া। প্রথমার্ধে স্কোরলাইন ছিল গোলশূন্য়। এ বারের বিশ্বকাপে বেশ কিছু ম্যাচে দেখা গিয়েছে, দ্বিতীয়ার্ধেই ম্যাচের রং বদলেছে। পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচেও তাই দেখা গেল। ম্যাচের মাঝেই দেখা যায় বিশেষ আলোচনা করছেন দুই লিও। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কথা বলছিলেন কোচ লিওনেল স্কালোনির। দ্বিতীয়ার্ধে তরুণতুর্কিদের অসাধারণ পারফরম্যান্সে জেতে আর্জেন্টিনা। তা হলে কি স্কালোনিবাণী হয়ে উঠল আর্জেন্টিনার জয়ের চাবিকাঠি? কী কথা হয়েছিল মেসি এবং কোচ স্কালোনির মধ্য়ে? তুলে ধরল TV9 BANGLA।
ফুটবল মহলের মতে,পোল্য়ান্ড-আর্জেন্টিনা ম্য়াচ কাতার বিশ্বকাপের অন্য়তম সেরা ম্য়াচ। প্রথমার্ধে পোল্য়ান্ডের ফুটবলাররা কার্যত চিন্তায় ফেলে দিয়েছিল মেসিবাহিনীকে। একের পর এক শট রক্ষা করেছেন পোল্য়ান্ডের গোলরক্ষক ওয়েচেক সেজনি। তবে সবচেয়ে চাঞ্চল্য়কর মুহূর্ত হল ওয়েচেক সেজনির পেনাল্টি রক্ষা। তাও কিনা আবার লিওনেল মেসির স্পট কিক! এ কারণে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন সেজনি। পেনাল্টি রক্ষা করা মাত্র সেজনিকে জড়িয়ে ধরেন তাঁর সতীর্থরা। প্রথমার্ধের বাঁশি বাজলে মেসির সঙ্গে একান্তে বার্তালাপ করেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে পোল্য়ান্ড আরও আক্রমণাত্মক হয়ে উঠবে।’ আরও যোগ করেন, ‘অন্তত ২-০ ব্যবধানে জিততেই হবে আমাদের।’
স্কালোনি জানিয়েছেন, মেসি পেনাল্টির সুযোগ হারিয়েছে ঠিকই,তবে এর ফলে যেন দলের বাকিরা আস্থা না হারিয়ে ফেলে খেলা থেকে, সেটাই চেষ্টা করছিলেন। ম্যাচের মাঝেই লিও মেসি সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচেরও ফল জানতে চান কোচের কাছে। স্কালোনি বলেন,’আমি চাইছিলাম ওরা যেন খেলার মধ্য়ে এক অন্য় ছন্দ আনে। কারণ, এই ম্য়াচ আমাদের কাছে ছিল মরণবাঁচন। আর লিওর শেষ বিশ্বকাপ এভাবে ধুলিস্য়াৎ হয়ে যাক, আমরা কেউ চাই না।’ স্কালোনির এই বাণী কি বিশ্বকাপ জয়ের রাস্তা হবে মেসিদের জন্য? জোর আলোচনা ফুটবল মহলে।